X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী দেশে ফিরলেই স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ নীতি চূড়ান্ত: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৭

স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি বিষয়ক গোলটেবিল বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরে এলেই স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন ও অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রবিবার (২৪ সেপ্টেম্বর) প্রজ্ঞা ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে ‘স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি এবং জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি চূড়ান্তকরণ: অগ্রগতি ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের আগেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এর আগেও তামাক নিয়ন্ত্রণ কর্মকাণ্ডে বিভিন্ন ধরনের বাধা এসেছে। কিন্তু আমরা পিছুপা হইনি।’ এসময় সারচার্জ ব্যবস্থাপনা নীতি ও তামাক নিয়ন্ত্রণ নীতি শিগগিরই পাস করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
গোলটেবিল বৈঠকে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতিটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে আমার সর্বাত্মক সমর্থন থাকবে। এই সারচার্জের অর্থ তামাক নিয়ন্ত্রণের জন্যই আদায় করা হয়। তাই এই অর্থ তামাক নিয়ন্ত্রণের কাজেই ব্যবহার করা হবে।’
আন্তর্জাতিক সংস্থা ক্যাম্পেইন ফর ট্যোবকো ফ্রি কিড্স (সিটিএফকে) ও ব্লুমবার্গ ফিলানথ্রপিজের সহায়তায় আয়োজিত এ গোলটেবিল বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে বৈঠক সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি।
উল্লেখ্য, বাংলাদেশে সমন্বিত ও পরিকল্পিত উপায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০১৫ সালে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি শিরোনামে দু’টি নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে এগুলো খসড়া অবস্থায় রয়েছে। তবে প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে এখনও নীতিমালা দু’টি চূড়ান্ত না হওয়ার এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে দেশের জনগণ।
আরও পড়ুন-
মুক্তামনির সাফল্যে সাহসী তাসনিয়া আর মুসকান
জনস্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করবে ‘হেলথ পলিসি ডায়ালগ’

/জেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
ক্যাসিনো কাণ্ডের ৫ বছর পর আলো দেখছে ইয়ংমেন্স ও ওয়ান্ডারার্স
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি