X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘আ. লীগের সঙ্গে ঐক্য গড়ে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৮

আব্দুল্লাহ আল নোমান (ছবি- সংগৃহীত) আওয়ামী লীগের সঙ্গে ঐক্য গড়ে চলমান রোহিঙ্গা সংকটের সমাধান হবে না বলে দাবি করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন। খালেদা জিয়া ও তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে  এই সভায় আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।
সংকট উত্তরণে জাতীয় ঐক্য গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা আগেই বলেছি, রোহিঙ্গা সংকট ত্রিমুখী সমস্যা। এ সমস্যা সমাধানে আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করে কোনও লাভ নেই। এজন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশবাসীকে একবিন্দুতে মিলিত করতে হবে।’
আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আলোচনা করতে চায় না উল্লেখ করে তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট নিয়ে জাতির সঙ্গে ঐক্য করতে চাই আমরা।সেই ঐক্যে আওয়ামী লীগ আসুক বা না আসুক এটা তাদের বিষয়।’
তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সহজে সমাধান হবে না। এই সমস্যার সমাধান আন্তর্জাতিক পর্যায়ে হতে হবে। দ্বিপক্ষীয়ভাবে এটি সম্ভব নয়। কিন্তু সরকার বিশ্ববাসীর কাছে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে ব্যর্থ হয়েছে।জাতিসংঘের সাধারণ পরিষদে কোনও প্রস্তাব গ্রহণ করা হয়নি।’

দেশে নীরব দুর্ভিক্ষ চলছে দাবি করে সাবেক এই খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি এখন আর জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। বিএনপি যখন ক্ষমতায় ছিল চালের দাম প্রতি কেজি মাত্র ১৬ টাকা হওয়ার পরও তারা (আওয়ামী লীগ) আন্দোলন করেছে। কিন্তু এখন জনগণ কোনও কথা বলতে পারে না। কারণ, দেশে একটি অব্যাহত অরাজক পরিস্থিতি চলছে।’

একটি গণতান্ত্রিক সরকারই কেবলমাত্র এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে পারে বলেও দাবি করেন তিনি।

প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির আরেক ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে চলমান অপশাসনের জন্য একমাত্র দায়ী ব্যক্তি ও সমস্ত সংকটের মূল কারণ। পদত্যাগ করে তিনি যদি ছুটি নেন, তাহলে দেশে একটি ভালো নির্বাচন সম্ভব। তিনি যদি সত্য বলতেন তাহলে দেশে গুম, খুন এত হতো না।’

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,  সংগঠনের সভাপতি মুহাম্মাদ সাইদুর রহমান , বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমত উল্লাহ, জাসাসের সহ-সভাপতি শাহরিয়ার ইসলাম শায়লা প্রমুখ।

আরও পড়ুন: 
রোহিঙ্গা সংকটের সময় খালেদা বিদেশে কেন: ওবায়দুল কাদের


/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি