X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারে বহুজাতিক বাহিনী মোতায়েনের আহ্বান ঢাবি উপাচার্যের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৩

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠী নিধন বন্ধ করে সেখানে একটি নিরাপত্তা বলয় তৈরি করতে বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী নিয়োগের আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আকতারুজ্জামান।  রাখাইনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের দাবিও জানান তিনি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি চিরন্তনে’ আয়োজিত মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বরোচিত নির্যাতনসহ হত্যাযজ্ঞ এবং তাদের ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধনকালে উপাচার্য এ আহ্বান জানান।

ড. আখতারুজ্জামান জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপত্তা বলয় তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘ইরাক ও আফগানিস্তানে শান্তি রক্ষার জন্য যেভাবে বহুজাতিক বাহিনী নিয়োগ করা হয়েছে, মিয়ানমারেও তা করা জরুরি হয়ে পড়েছে। মিয়ানমারের সেনাবাহিনী যেভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, মানবতাবিরোধী অপরাধ করছে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করতে হবে।’  

মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ ঢাবি পরিবার উপাচার্য আরও বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী যেভাবে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালিয়েছে, বর্তমানে মিয়ানমারের সেনাবাহিনীও একইভাবে রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন চালাচ্ছে।’ তিনি বলেন, ‘আমারা রোহিঙ্গাদের ওপর একটি গবেষণা করেছিলাম। সেখানে দেখেছি তারা রাখাইনে বসবাস করছেন এক হাজার বছর ধরে। তারা ব্যবসার জন্য ওই এলাকায় এসেছিলেন আরব থেকে। তারা শান্তিপূর্ণভাবে মিয়ানমারে বসবাস করলেও বর্মি জনগোষ্ঠী ছিল জলদস্যু। ‘মগ’রা দস্যুতা করতো, তাদের ইতিহাস ছিল মগের মুল্লুক। জলদস্যু বর্মিগোষ্ঠী রোহিঙ্গা নিধন করে তাদের ঐতিহাসিক ভূমিকা রাখছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘে দেওয়া ভাষণকে সাধুবাদ জানান ঢাবি উপাচার্য। তিনি কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান। মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে  বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওয়াহেদুজ্জামান,  ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মাকসুদ কামাল, সিন্ডিকেট সদস্য খন্দকার বদরুল হক, ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ। এছাড়া, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, ঢাবি অফিসার্স সমিতির নেতা, ঢাবি কর্মকর্তা-কর্মচারী ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের হাজারও শিক্ষার্থী অংশ নেন।

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা