X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এবার ধরা খেলো ডিআইজি’র গাড়ি, নাম প্রকাশ করলেন না চালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৯

উল্টো পথে গাড়ি (ফাইল ছবি) উল্টোপথে গাড়ি চালাতে গিয়ে এবার ধরা খেলো পুলিশের অ্যাডিশনাল ডিআইজি’র গাড়ি। পরিচয় পাওয়ার পরও আইন অনুযায়ী চালকের বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর বিজয় সরণি সিগন্যালে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শহীদুল ইসলাম এ ঘটনার কথা স্বীকার করেছেন। তবে ওই অ্যাডিশনাল ডিআইজি’র নাম জানা যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, তেজগাঁও ফ্লাইওভারের ওপর থেকে উল্টো পথে বিজয় সরণি সিগন্যালের দিকে একটি পাজেরো (ঢাকা-মেট্রো-চ-১৪-২০৮৫) প্রবেশ করে। গোলচত্বরে আসার পর ট্রাফিক সার্জেন্টরা গাড়িটির গতিরোধ করে। এসময় ভেতর থেকে চালক জানান, গাড়িটি একজন অ্যাডিশনাল ডিআইজি’র। তা সত্ত্বেও মামলা এড়াতে পারেনি ওই গাড়ি। গাড়িটি কোন অ্যাডিশনাল ডিআইজি’র, তার নামও প্রকাশ করেননি চালক।
ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী কমিশনার শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আইন অমান্য করে যারাই উল্টোপথে এসেছেন, তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন পুলিশের অ্যাডিশনাল ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তার গাড়ি উল্টোপথে আসার সেটিকেও আটকে দেওয়া হয়েছিল। পরে ৪শ টাকার একটি মামলা দিয়ে গাড়িটিকে সঠিক পথে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।’
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর থেকেই উল্টোপথে গাড়ি নিয়ে চলাচলকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে ট্রাফিক পুলিশ। আজ মঙ্গলবারসহ গত তিন দিনে উল্টোপথে গাড়ি চালিয়ে ট্রাফিক পুলিশের কাছে মামলা খেয়েছেন মন্ত্রী, সংসদ সদস্য, সচিব, যু্গ্ম-সচিব, পুলিশ, সাংবাদিকসহ সাধারণ জনগণ। উল্টোপথে আসা প্রতিটি গাড়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
ট্রাফিক পুলিশের এই অভিযানের প্রথম দিন রবিবারে (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে অভিযান চলাকালে ট্রাফিক পুলিশকে সমর্থন ও সাধুবাদ জানাতে এসে যোগ দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি প্রায় আধাঘণ্টা উপস্থিত থেকে অভিযান পর্যবেক্ষণ করেন।
পরদিন এই অভিযান অব্যাহত ছিল বাংলামোটরে। সর্বশেষ আজ মঙ্গলবার বিজয় সরণি সিগন্যালে বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালনা করা হয় অভিযান। এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদসহ ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে মোসলেহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের এ ধরনের অভিযান আগেও পরিচালনা করা হতো। এবার সেটা জোরদার করা হয়েছে। কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশ কর্মকর্তাদের গাড়ি উল্টোপথে এলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন-
‘আমি বিশ্বাস করি, সবাই আইন মেনে গাড়ি চালাবেন’
২৪ ঘণ্টায় উল্টোপথে দু’বার ধরা খেলো একই সচিবের গাড়ি
উল্টোপথে গাড়ি: সমবায় সচিবের চালককে কারণ দর্শানোর নোটিশ

/আরজে/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ