X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

আগে অনুমোদন পরে বিদ্যালয়, নীতিমালা সংশোধনে কমিটি

এস এম আববাস
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:০২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৫

শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পাঠদানের অনুমতি সংক্রান্ত ১৯৯৭ সালের নীতিমালা সংশোধন করতে কমিটি গঠন করেছে সরকার। আগামী অক্টোবরের মাঝামাঝি এই নীতিমালা চূড়ান্ত হবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী আগে বিদ্যালয় স্থাপন ও পাঠদানের অনুমতি নিতে হবে, তারপর স্থাপন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে প্রধান করে সাত থেকে ৯ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পর অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় যিনি দেখেন তাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।’

কী ধরনের শর্ত আরোপ করে আগে বিদ্যালয় স্থাপনের অনুমতি নিতে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আজকের বৈঠকে সব কিছু ঠিক হয়নি। কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক শাখা থেকে জানা গেছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।বৈঠকে দেশের সব শিক্ষা বোর্ডের কাছে নীতিমালা তৈরির জন্য সুপারিশ চাওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের সুপারিশ পাওয়ার পর অক্টোবরে চূড়ান্ত করা হবে নীতিমালা। এরপর গেজেট আকারে প্রকাশ করা হবে।

১৯৯৭ সালের নীতিমালা অনুযায়ী নির্ধারিত জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে ছাত্রছাত্রী ভর্তি করে পাঠদানের অনুমতি নেওয়া হতো। সংশোধিত নীতিমালা অনুয়ায়ী বিদ্যালয় স্থাপন ও পাঠদানের অনুমতি নেওয়ার পর ভবন নির্মাণ ও ছাত্রছাত্রী ভর্তি করাতে হবে। তবে নির্ধারিত নিয়ম মেনেই করতে হবে বিদ্যালয় প্রতিষ্ঠা।

ওই নীতিমালা অনুযায়ী নতুন স্কুল,মাধ্যমিক জুনিয়র স্কুল,মাধ্যমিক স্কুল ও কলেজ অনুমোদন ছিল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে। জনসংখ্যা,প্রাপ্যতাসহ ১৩টি শর্ত পূরণের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হতো। তবে এ নিয়ে নানা অনিয়মের অভিযোগ ছিল মন্ত্রণালয়ে।

এরপর ২০১৫ সালে একটি আদেশ জারির মাধ্যমে শিক্ষা বোর্ডের ওই ক্ষমতা শিথিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষমতা। ওই নির্দেশনায় বলা হয়,শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে নতুন স্কুল-কলেজ স্থাপন, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাবে।

/টিএন/
সম্পর্কিত
শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতন চলতে পারে না: মানবাধিকার কমিশন
সনদ জালিয়াতি রোধে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার শুরু করলো গ্রিনহেরাল্ড
বিশ্ববিদ্যালয়ে দক্ষতানির্ভর শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের পরামর্শ
সর্বশেষ খবর
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন কুমিল্লার হুমায়ুন
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
কলেজ চত্বর থেকে অসুস্থ ভুবন চিল উদ্ধার
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
নাহিদ সুলতানা যুথীসহ ৩ জনের জামিন আবেদন শুনতে হাইকোর্টের নতুন বেঞ্চ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই