X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আগে অনুমোদন পরে বিদ্যালয়, নীতিমালা সংশোধনে কমিটি

এস এম আববাস
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:০২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৫

শিক্ষা মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পাঠদানের অনুমতি সংক্রান্ত ১৯৯৭ সালের নীতিমালা সংশোধন করতে কমিটি গঠন করেছে সরকার। আগামী অক্টোবরের মাঝামাঝি এই নীতিমালা চূড়ান্ত হবে। সংশোধিত নীতিমালা অনুযায়ী আগে বিদ্যালয় স্থাপন ও পাঠদানের অনুমতি নিতে হবে, তারপর স্থাপন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে প্রধান করে সাত থেকে ৯ সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পর অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় যিনি দেখেন তাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।’

কী ধরনের শর্ত আরোপ করে আগে বিদ্যালয় স্থাপনের অনুমতি নিতে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘আজকের বৈঠকে সব কিছু ঠিক হয়নি। কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক শাখা থেকে জানা গেছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শাখার অতিরিক্ত সচিব জাবেদ আহমেদকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।বৈঠকে দেশের সব শিক্ষা বোর্ডের কাছে নীতিমালা তৈরির জন্য সুপারিশ চাওয়া হয়েছে। শিক্ষা বোর্ডের সুপারিশ পাওয়ার পর অক্টোবরে চূড়ান্ত করা হবে নীতিমালা। এরপর গেজেট আকারে প্রকাশ করা হবে।

১৯৯৭ সালের নীতিমালা অনুযায়ী নির্ধারিত জমি বিদ্যালয়ের নামে রেজিস্ট্রি করে ছাত্রছাত্রী ভর্তি করে পাঠদানের অনুমতি নেওয়া হতো। সংশোধিত নীতিমালা অনুয়ায়ী বিদ্যালয় স্থাপন ও পাঠদানের অনুমতি নেওয়ার পর ভবন নির্মাণ ও ছাত্রছাত্রী ভর্তি করাতে হবে। তবে নির্ধারিত নিয়ম মেনেই করতে হবে বিদ্যালয় প্রতিষ্ঠা।

ওই নীতিমালা অনুযায়ী নতুন স্কুল,মাধ্যমিক জুনিয়র স্কুল,মাধ্যমিক স্কুল ও কলেজ অনুমোদন ছিল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে। জনসংখ্যা,প্রাপ্যতাসহ ১৩টি শর্ত পূরণের মাধ্যমে নতুন প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হতো। তবে এ নিয়ে নানা অনিয়মের অভিযোগ ছিল মন্ত্রণালয়ে।

এরপর ২০১৫ সালে একটি আদেশ জারির মাধ্যমে শিক্ষা বোর্ডের ওই ক্ষমতা শিথিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আসে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষমতা। ওই নির্দেশনায় বলা হয়,শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে নতুন স্কুল-কলেজ স্থাপন, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাবে।

/টিএন/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!