X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর নামে প্রাথমিকের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা আদায় নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৩:৫৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৪:০৮

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গণবিজ্ঞপ্তি পদ্মা সেতুর নামে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে কোনও ধরনের চাঁদা আদায় না করার আদেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি পদ্মা সেতুর নামে শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ টাকা করে চাঁদা পাঠানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়লে তা ঠেকাতে মন্ত্রণালয় থেকে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি বিজ্ঞপ্তিটি প্রকাশের পর সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট ও অডিট) মো. রেজাউল করিমের সই করা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় সোমবার (২৫ সেপ্টেম্বর)। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেট ও অডিট শাখার সহকারী সচিব মো. রেজাউল করিমের সই করা ১৯ সেপ্টেম্বরের একটি স্মারকে ভুয়া পত্র পাওয়া গেছে, যা বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়েছে। ওই পত্রে ‘পদ্মা সেতু’র উন্নয়নে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ টাকা হারে চাঁদা আদায় করে আগামী ১০ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বরাবর ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর SHAH ALAM: 70170150530-এর অনুকূলে পাঠাতে বলা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কোনও ধরনের নির্দেশনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। কোনও কুচক্রী মহল নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য এ হীন কার্যক্রম শুরু করেছে। এই পত্রটি সম্পূর্ণ জাল-জালিয়াতি করে করা হয়েছে। এ অবস্থায় ওই পত্রের বিষয়ে কোনও ধরনের উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুন-
সরকারিকরণের তালিকায় আরও ১৪৮ মাধ্যমিক বিদ্যালয়

/এসএমএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল অসাধারণ অভিজ্ঞতা: স্পিকার
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বিএসএমএমইউ’র দায়িত্ব নিয়ে যা বললেন নতুন ভিসি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
বাজেটে শিক্ষা খাতে ১৫ শতাংশ বরাদ্দের দাবি
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
ডিএনসিসির কাওরান বাজার আঞ্চলিক অফিস যাচ্ছে মোহাম্মদপুরে
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে