X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় একই পরিবারের তিনজন দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০১৭, ০২:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ০৫:৫১

আশুলিয়ায় একই পরিবারের তিনজন দগ্ধ আশুলিয়ায় শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) ভোরে ঘোষবাগ ভুইয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দগ্ধরা হলেন, শিশু রাকিব (৭), তার মামা মো. শাহিন (১৮) ও নানা ওমর আলী (৬০)। তাদের গ্রামের বাড়ি গাইবান্দা সদর ২ নম্বর মালিবাড়ী ইউনিয়নে।

শিশুটির নানা ওমর আলী জানান, আজ সকালে রাকিব টয়েলেটে যায়। এর কিছুক্ষণ পর বিকট শব্দে আগুন লেগে যায়। শব্দ শুনে শাহিন তার ভাগ্নে রাকিবকে উদ্ধার করতে গিয়ে সেও দগ্ধ হয়। পরে আমি গিয়ে দেখি সেখানের আগুন নিভে গেলেও তাদের শরীরে আগুন জ্বলছে। আগুন নিভাতে গিয়ে এসময় আমারও দুই হাত দগ্ধ হয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রতিবেশীদের সহযোগিতায় ঢামেক এ ভর্তি করি।  তিনি আরও জানান, আমাদের ওই সেমিপাকা ঘরের টয়েলেটের ভেতর দিয়ে গ্যাস লাইন আছে। সেখানে লিকেজ ছিল।

বার্ন ইউনিটের ডিউটি চিকিৎসক ডা. আনহুরা জানান, শিশু রাকিবের শরীরের ৯৫ (পঁচানব্বই) শতাংশ দগ্ধ হয়েছে। তাকে আই সি ইউতে রাখা হয়েছে। আর শাহিনের ৩৫ (পঁয়ত্রিশ) শতাংশ ও ওমর আলীর সামান্য দগ্ধ হয়েছে। ওমর আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকী দুজন ভর্তি রয়েছে।

ওমর আলী বলেন, ‘আইসক্রিম বিক্রি করে আমার সংসার চলে। ছেলে একটি প্রিন্টিং কারখানায় কাজ করে। রাকিবের বাবা রাজ্জাক তাকে ছোট রেখে অন্যত্র চলে যায়। সেই থেকে সে আমাদের কাছে থাকে। রাকিব স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করে।’  তিনি আরও বলেন,‘ঘটনার পর থেকে এ পর্যন্ত প্রায় ২০ হাজার টাকা খরচ হয়ে গেছে। এখন আর টাকা খরচ করার মতো সামর্থ আর নাই। কেউ যদি সাহায্যের করতো তাহলে হয়তো তাদের চিকিৎসা করতে পারতাম।’

 

/এআইবি/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না