X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রামু সহিংসতার ৫ বছর: সাক্ষীরা হাজির না হওয়ায় বিচারে বিলম্ব

উদিসা ইসলাম
৩০ সেপ্টেম্বর ২০১৭, ২২:৪৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫০

রামু সহিংসতার পাঁচ বছর রামু সহিংসতার পাঁচ বছর পূর্ণ হলো (২৯ সেপ্টেম্বর)। এই দীর্ঘ ৫ বছরেও এই ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার শেষ হয়নি। সহিংসতার শিকার বৌদ্ধরা সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় এই মামলার বিচার কাজ শেষ হচ্ছে না বলে মনে করেন পাবলিক প্রসিকিউটর। তিনি বলেন, যথেষ্ট নিরাপত্তা দেওয়ার কথা প্রতিশ্রুতি দেওয়ার পরও আক্রান্ত বৌদ্ধরা সাক্ষ্য দিতে রাজি হচ্ছেন না। এদিকে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মতে, নিরাপত্তার কথা কেবল মুখে বলে বোঝানোর বিষয় নয়, নিরাপত্তা যে নিশ্চিত হয়েছে, সেই বোধ তৈরির মতো পরিবেশ এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সে পরিবেশ সৃষ্টি করতে না পারায় সাক্ষীরা আতঙ্কমুক্ত হতে পারছেন না।’

প্রসঙ্গত, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ট্যাগ করার ঘটনা নিয়ে রামুতে ভয়াবহ সহিংসতা ঘটে। ওই দিন কক্সবাজারের রামুতে একে একে পুড়িয়ে দেওয়া হয় বৌদ্ধ ধর্মের ১২টি বিহার ও শতাধিক বসতবাড়ি। একইভাবে উখিয়া ও টেকনাফে আরও ৭টি বৌদ্ধ বিহারে হামলা চালানো হয়। হামলার চার বছর পেরিয়ে গেলেও মামলার অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বৌদ্ধরা। 

কক্সবাজারের রামু উপজেলার কেন্দ্রীয় বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির তথ্য মতে, ২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর বৌদ্ধ মন্দির ও পল্লীতে হামলার ঘটনায় পুলিশ বাদী হয়েছে ১৯টি মামলা দায়ের করে।  মামলা দায়েরের পর পাঁচ বছরে তাদের ইচ্ছামতো আসামি করেছে, আবার বাদও দিয়েছে। ঘটনার সাক্ষীদের দাবি, কাউকে কাউকে ক্ষমতাসীনদের দলে ভিড়ে যেতেও দেখা যাচ্ছে। কেউ কেউ সুবিধা নিয়ে চুপ মেরে গেছেন। এমনকি যারা ভাঙচুর-অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকের নাম পুলিশের চার্জশিটে নেই বলেও অভিযোগ উঠেছে।

কক্সবাজার জেলা দায়রা ও জজ আদালতের পিপি অ্যাডভোকেট মমতাজ আহমদ বলেন, ‘হুমকির কারণে কিছু সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন না, এটা ঠিক। বিচার তো হওয়া জরুরি। কিন্তু বৌদ্ধদের বোঝানো যাচ্ছে না। তারা নিজেদের মতো বুঝে নিচ্ছেন। তাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তারা রাজি হচ্ছেন না।’ তাদের ভয়ের কারণ করা, জানতে চাইলে তিনি বলেন, ‘জামায়াত-বিএনপিসহ যারা বৌদ্ধ বিহার হামলার নেতৃত্ব দিয়েছিলেন, তারাই সাক্ষীদের সাক্ষ্য দিতে বাধা দিচ্ছেন।’ যদিও এলাকার বৌদ্ধ সম্প্রদায়ের মধ্য থেকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, ‘স্থানীয় ক্ষমতাবান নেতাদের ভয়ে মুখ খোলার উপায় নেই। আমরা আওয়ামীলীগ-বিএনপি-জামায়াতের ভয় বুঝি না, সাক্ষ্য দিলে আমাদের পরিবার নিরাপদে থাকবে না, এটা বুঝি।’

সীমা বিহারের প্রজ্ঞানন্দ ভিক্ষু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এলাকায় সম্প্রীতি বিরাজ করছে কিনা জানি না, তবে ভয় আছে। যাদের ঘর পুড়েছে, যারা আগুন দেখেছে তাদের মনে ভয় আছে।’ তিনি আরও বলেন, ‘সবার চোখের সামনে ধ্বংস হয়ে গেল রামু। অথচ পাঁচ বছরেও এটা  অপরাধীদের বিচারের মুখোমখি করা গেলো না।’

এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিরাপত্তা কেবল মুখে বলে বোঝানোর বিষয় না, নিরাপত্তা যে নিশ্চিত হচ্ছে, সেই বোধ তৈরির মতো পরিবেশ এনে দেওয়ায় দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র সেই পরিবেশ তৈরি না করায় আক্রান্ত বৌদ্ধরা সাক্ষ্য দিতে সাহস পাচ্ছেন না।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
শহীদ আনোয়ারা উদ্যান ৩০ দিনের মধ্যে ফেরতের দাবি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
পুলিশের পরিশ্রম ও আত্মত্যাগে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল হয়েছে: আইজিপি
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?