X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রধান বিচারপতি বিদেশ যাবেন কিনা এটা তার নিজস্ব বিষয়: অ্যাটর্নি জেনারেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৫:০১আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৩৭

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিদেশ যাবেন কী যাবেন না সেটা উনার নিজস্ব বিষয় বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) অ্যাটর্নি জেনারেল তা‌র কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দেশের বাইরে যাচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে―এ বিষয়ে আপনার কোনও কিছু জানা আছে কিনা জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘প্রধান বিচারপতি তো এর আগে বহুবার অস্ট্রেলিয়া, কানাডায় গিয়েছেন। আমার জানা মতে, তার এক মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন এবং এক মেয়ে কানাডায় থাকেন। এসব দেশে এর আগেও উনি গিয়েছেন। এখন উনি দেশের বাইরে যাবেন কিনা, গেলে কোথায় যাবেন সেটা সম্পূর্ণ উনার নিজস্ব বিষয়। কাজেই এগুলো নিয়ে অহেতুক বিভ্রান্তি সৃষ্টি না করাই ভালো।’

বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনজীবী সমিতির নেতাদের সাক্ষাতের বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন,‘‘সকাল নয়টার দিকে আইনজীবী সমিতির সভাপতিসহ আরও কয়েকজন আইনজীবী আপিল বিভাগ বসা মাত্রই সেখানে গিয়ে বলার চেষ্টা করেছেন ‘প্রধান বিচারপতি কোথায় আছেন?’ তারা তার (প্রধান বিচারপতি) শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। এসময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্টভাবে তাদের জানিয়েছেন তার জ্ঞাত মতে প্রধান বিচারপতি তার নিজ বাসভবনে আছেন।’’

‘এবং আইনজীবীরা যখন আবার প্রার্থনা করেছেন তার (প্রধান বিচারপতি) সঙ্গে দেখা করার জন্য যাতে একটি আদেশ দেওয়া হয় তখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেছেন, এটি তাদের তথা আপিল বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না।’

অ্যাটর্নি জেনারেল আরও জানান, ‘ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে আরও বলেছেন, তিনি যেদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সে দিনই বারের সদস্যদের বা সমিতির উচিত ছিল উনার (প্রধান বিচারপতি) সঙ্গে দেখা করার। তারা সেটা করেননি।’

এসময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আরও বলেছেন, এ বিষয়ে আদালতের সামনে এ রকম প্রার্থনা না করে ব্যক্তিগতভাবে তাদের চেম্বারে গিয়েও তারা এ  উদ্বেগ জানাতে পারতেন।

তবে এ বিষয়ে তাদের প্রার্থনা অনুযায়ী আদালত কোনোরকম আদেশ দেননি বলেও জানান অ্যাটর্নি জেনারেল।

‘আইনজীবী সমিতি নয়, বরং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় একটি রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে’-- আইনজীবী সমিতির সভাপতির এমন বক্তব্যের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন,‘এগুলো হলো তাদের অহেতুক দোষারোপ। কারণ, আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস। আমরা কোনো সময়ই আইনের বাইরে, মামলা মকদ্দমার বাইরে কোনও বিষয়ে কথা বলি না। বরং তারাই নানা রকমভাবে এটাকে (বার) দলীয়করণ করছে, বারকে একটি দলের মুখপাত্র হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে। তারা অহেতুক জনগণকে বিভ্রান্ত করতে কতগুলো প্রশ্ন উত্থাপন করছেন।’

আজকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি স্পষ্ট করে বলে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বাসায় অবস্থান করছেন। তিনি স্পষ্ট করে ওপেন কোর্টে বলে দিয়েছেন তারপর এগুলো নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না বলেও উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  

/এজেডকে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া