X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ উন্মুক্ত চায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর

এস এম আববাস
০৬ অক্টোবর ২০১৭, ০১:৫৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ০৭:২৩

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর শিক্ষার্থীসহ তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে শহরের স্কুল-কলেজের খেলার মাঠ দিনের নির্দিষ্ট সময় উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে খেলার আইটেমও বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়কে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই প্রস্তাবের পর গত ৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালকের কাছে মতামত চাওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে জানা গেছে, দেশের শহরগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় তরুণরা খেলাধুলা করতে পারছে না। এতে মাদকের প্রতি ঝুঁকছে শিক্ষার্থী ও তরুণরা। দিনের নির্দিষ্ট সময় খেলার মাঠ উন্মুক্ত ও অবারিত থাকলে থাকলে তরুণরা খেলাধুলা নিয়ে মেতে থাকবে। মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মো. এলিয়াছ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীসহ তরুণদের মাদকমুক্ত রাখতে এই প্রস্তাব করা হয়েছে। আমরা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে চাই।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থী ও তরুণরা যাতে মাদকমুক্ত থাকে সে জন্যই শিক্ষা মন্ত্রণালয়কে আমরা প্রস্তাব দিয়েছি। এটি একটি ইতিবাচক দিক। আমাদের প্রত্যাশা শিক্ষা মন্ত্রণালয় ইতিবাচক উদ্যোগ নেবে।’ তিনি আরও বলেন, ‘আজ যারা শিক্ষার্থী বা তরুণ ভবিষ্যতে তারাই দেশ চালাবে। তাই মাদকমুক্ত রাখতে চাই শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গা। সব তরুণ যেন মাদক থেকে দূরে থাকে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৫০ লাখ। এর বড় অংশই শিক্ষার্থী। বর্তমানে দেশে মাদক হিসেবে ইয়াবা ট্যাবলেট সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। দেশের মোট মাদকাসক্তের ৭০ শতাংশই ইয়াবা আসক্ত। এদের বেশির ভাগেরই বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। এর বড় অংশই আবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

দেশে মোট শিক্ষার্থীর কত শতাংশ মাদকাসক্ত জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ জানান, সুনির্দিষ্টভাবে জানতে আমরা সার্ভে করছি। সার্ভে শেষ হলে সুনির্দিষ্ট তথ্য পাবো।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে আরও জানা গেছে, মাদকবিরোধী প্রচারণা জোরদার ও মাদকাসক্তির ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে এ বছরের জানুয়ারি পর্যন্ত ২৪ হাজার ২৯৯টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিও বিশেষ নজর দেওয়া হয়েছে।

 

/এসএমএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি