X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাত দিনের মধ্যে ফল প্রকাশের দাবি ৭ কলেজের শিক্ষার্থীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৭, ১৯:০৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ১৯:০৭

সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি আগামী সাত দিনের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। সে পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার (০৮ অক্টোবর) রাজধানীর নীলক্ষেত মোড়ে দিনব্যাপী অবরোধ শেষে সন্ধ্যায় সাত কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন।

আন্দোলনকারীরা জানান, আগামীকাল সোমবার ঢাবি উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা দেখা করবেন। সেখানে আগামী সাত দিনের মধ্যে ফল দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা আন্দোলন প্রত্যাহার করে নেবেন।

রবিবার সকাল থেকে ওই কলেজগুলোর পাঁচ শতাধিক শিক্ষার্থী নীলক্ষেত মোড় অবরোধ করে পাঁচ দফা দাবি জানান। এরপর দুপুর সাড়ে ১২টায় ঢাবি উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে নীলক্ষেত মোড়ে উপস্থিত হন। এ সময় তিনি বলেন, ‘অনার্স দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল নভেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। সম্ভব হলে আরও আগেই ফল দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক অব্যবস্থাপনার মধ্য দিয়ে সাত কলেজ ঢাবিকে দেওয়া হয়েছিল। দেওয়ার আগে কোনও সমন্বয় ছিল না। এখন আমরা চাইছি সুশৃঙ্খলভাবে কলেজগুলোকে পরিচালিত করবো। এজন্য যা যা প্রয়োজন তা আমরা করছি।’

উপাচার্য বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর শিক্ষার্থীরা আবারও রাস্তা অবরোধ করেন। সরকারি কবি নজরুল কলেজের শিক্ষার্থী ফয়জুর আহমেদ বলেন, ‘আমরা এমন দীর্ঘ ও অনিশ্চিত আশ্বাসে বিশ্বাসী নই। আমরা ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ চাই। তিনি বলেন, ‘আমরা কয়েকজন আগামীকাল উপাচার্যের সঙ্গে আবারও দেখা করতে যাবো। আগামী সাত দিনের মধ্যে ফল দিতে হবে। আর এই সাত দিন আমরা আন্দোলন অব্যাহত রাখবো।’

আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যান্য দাবি হচ্ছে, ১২শ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, অনার্স দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট চালু করা।

 

/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি