X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শাহজালালে ১৭ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৪:৫৭আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৫:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৭ লাখ টাকা মূল্যের ৩৪৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। যার মধ্যে ২৪৮ গ্রাম ওজনের একটি চাকতি ও ৯৯ গ্রাম ওজনের চারটি স্বর্ণের চু্ড়ি রয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।  

শুল্ক গোয়েন্দারা জানান, ফেনীর ছাগলনাইয়ার আবদুল গফুরের ছেলে মাহবুবুল আলম নামের এই যাত্রী এলইডি লাইটের ভেতরে লুকিয়ে প্রায় ২৪৮ গ্রাম ওজনের একটি স্বর্ণের চাকতি বহন করেছিলেন। স্বর্ণ গলিয়ে এই চাকতি বানানো হয়েছে বলে তিনি (মাহবুবুল) গোয়েন্দাদের জানিয়েছেন।

সংশ্লিষ্ট গোয়েন্দা সূত্র জানায়,  বুধবার (১১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে Ek584 ফ্লাইটযোগে শাহজালালে অবতরণ করেন মাহবুবুল আলম। গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দা দল তাকে আটক করে।
জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে তিনি বারবার অস্বীকার করে জানান, তার কাছে কোনও স্বর্ণ নেই। পরবর্তীতে তার সঙ্গে থাকা এলইডি চার্জার লাইট ভেঙে স্বর্ণের চাকতিটি জব্দ করা হয়। এসময় বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত ছিলেন। জব্দ করা স্বর্ণের চাকতিটির ওজন ২৪৮ গ্রাম।

এছাড়া ওই যাত্রীর পরনের প্যান্টের পকেট থেকে চারটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়, যার ওজন ৯৯ গ্রাম। শুল্ক গোয়েন্দাদের নজরদারি এড়াতে এই অভিনব কৌশল অবলম্বন করা হয়েছে বলে যাত্রী জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

মাহবুব আলমের পাসপোর্ট অনুযায়ী তিনি চলতি বছর দুই বার বিদেশ ভ্রমণ করেছেন। তিনি পেশায় একজন দোকান মালিক।

শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপ-পরিচালক সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৩৪৭ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৭ লাখ ৩৫ হাজার টাকা। যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। এই আটকের ঘটনায় শুল্ক আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

আরও পড়ুন: 


‘বুক থেকে সন্তান কেড়ে নিয়ে আগুনে ছুড়ে মারে মিয়ানমারের সেনারা’
সিভিল এভিয়েশন ভেঙে হচ্ছে দু’টি সংস্থা

/জেইউ/এসএনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক