X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ট্রাফিক সার্জেন্টের আচরণে বিব্রত পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ১৭:০৫আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১৭:১২

 

 পুলিশের সাব ইনস্পেক্টর সালেহ ইমরানের ফেসবুক পোস্ট ট্রাফিক সার্জেন্ট মোস্তাইনের আচরণে বিব্রত পুলিশ। বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে রাজধানীর মৎস্য ভবন সিগন্যালে দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক নাসির উদ্দিনকে মারধর করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক দক্ষিণ বিভাগের এই সার্জেন্ট। মারধরের ঘটনার ছবি প্রকাশের পর ছবিটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তীব্র সমালোচনা শুরু হয় সার্জেন্ট মোস্তাইনের এমন আচরণের। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও তার এ আচরণে বিব্রত হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

একসময় ডিএমপি’র জনসংযোগ শাখায় ও ট্রাফিক উত্তর বিভাগে কাজ করছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ। বর্তমানে তিনি মৌলভী বাজার জেলার কুলাউড়া সার্কেলে কর্মরত। বৃহস্পতিবার দুপুরের দিকে আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘প্রতিটি সার্জেন্টকে পুলিশ-সাংবাদিক সম্পর্ক প্রশিক্ষণ দেওয়া জরুরি। তারা আমাদের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে।’

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের রংপুর বিভাগে কর্মরত আছেন পুলিশের সাব ইনস্পেক্টর সালেহ ইমরান। তিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সার্জেন্ট মোস্তাইনের মারধরের ছবি দিয়ে ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আইন আপনাকে ক্যামেরা কেড়ে নেওয়ার শিক্ষা দেয়নি। দায়িত্ব পালনে কেউ বাধা দিলে ভদ্রভাবে বুঝিয়ে বলুন। যদি কেউ আইনের সঠিক কাজটি করতে বাধা দেয়, প্রয়োজনে আপনার সঙ্গে যে স্মার্ট ফোনটা আছে, সেটা সহকর্মীকে দিয়ে ভিডিও করতে বলুন।’

সালেহ ইমরান আরও লিখেছেন, ‘আপনার কাজের বৈধতা থাকলে কেউ ছবি তুলে বা ভিডিও করেও কিছু করতে পারবে না, যদি আপনার কোনও দুর্বলতা না থাকে। আর দুর্বলতা থাকলে কখনও এই পেশার লোকের সঙ্গে লাগতে যাবেন না। আপনাকে কোন পর্যায়ে নামিয়ে দেবে, কল্পনাও করতে পারবেন না। মনে রাখবেন, আপনার পজিটিভ ইমেজ যেমন পুরো বাহিনীর ইমেজ ওপরে নিয়ে যায়, ঠিক তেমনি বাহিনীর একজনের নেগেটিভ ইমেজ পুরো বাহিনীর ইমেজকে নিচে নামিয়ে দেয়। তাই, ভেবে চিন্তে, ঠাণ্ডা মাথায় কাজ করুন।’

পিবিআই’তে কর্মরত পুলিশের এই কর্মকর্তা আরও লিখেছেন, ‘পুলিশ ও সাংবাদিক কেউ কারও প্রতিপক্ষ নয়। দেশের জন্য এই দুই পেশার মানুষের অবদান অনেক অনেক বেশি। সাংবাদিক মানেই কারও কারও কাছে চুলকানি, এই কনসেপশন থেকে বের হয়ে না এলে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, এটাই স্বাভাবিক। মনে রাখবেন দিন শেষে এই সাংবাদিকের কারণেই কনস্টেবল শের আলীর কান্না দেশের কোটি কোটি মানুষকে আবেগাপ্লুত করেছে। কনস্টেবল পারভেজ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। উল্টোপথে আসা বড় বড় রথী-মহারথীও লজ্জায় মুখ লুকিয়েছেন! আপনার বা আমার কর্মকাণ্ডের কারণে সেই একই লজ্জায় কেন পুরো বাহিনী মুখ লোকাবে?’

অতিরিক্তি পুলিশ সুপার আবু ইউসুপের ফেসবুক পোস্ট

সালেহ ইমরান তার স্ট্যাটাসে বলেন, ‘ঢালাওভাবে কোনও ব্যক্তির দায়ভার কখনোই পুরো পেশার সঙ্গে মেলানো কাম্য নয়। হোক সে পুলিশ, সাংবাদিক, ডাক্তার বা অন্য যে কেউ। প্রত্যেকেরই উচিত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বৈধ কাজে সহযোগিতা করা। বাধা সৃষ্টি করা নয়।’

ডিএমপির নিউজ ওয়েবসাইটে বলা হয়েছে, বুধবার মৎস্য ভবন ক্রসিংয়ে ট্রাফিক সার্জেন্টের হাতে একজন ফটো সাংবাদিককে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে। এ ঘটনায় জড়িত সার্জেন্ট মোস্তাইনকে ক্লোজড করা হয়েছে। এ সংক্রান্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক মানবজমিনে কর্মরত ফটো সাংবাদিক নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বুধবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে প্রেস ক্লাব থেকে আমার অফিসে যাচ্ছিলাম। মৎস্য ভবনের সামনে আসার পর সার্জেন্ট মোস্তাইন আমাকে মোটরসাইকেল থামানোর নির্দেশ দেন। এরপর আমি মোটরসাইকেলটি থামিয়ে দেই। আমার সঙ্গে দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক জীবন ঘোষ ছিলেন। তখন সার্জেন্ট আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখতে চান। আমি তাকে কাগজপত্র সব দেই। এরপরও দেখি তিনি মামলা দিচ্ছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মামলা দিচ্ছেন কেন? সার্জেন্ট আমাকে বললেন, হেলমেট নেই, সে জন্য মামলা দিচ্ছি। তখন তাকে আমি বলি, ভাই কয়েকদিন আগে আমার হেলমেট হারিয়েছে, দ্রুত হেলমেট কিনে ফেলব। বেতন পেলেই কিনব। আমাকে ছেড়ে দিন। তিনি তারপরও মামলা দেন। আমি তাকে অনুরোধ করতে থাকি। তখন তিনি আমাকে হলুদ সাংবাদিক বলেন। আমি প্রশ্ন করি, হলুদ সাংবাদিক বললেন কেন? আমি আমার ব্যাগ থেকে ক্যামেরা বের করে একটা ছবি তোলার চেষ্টা করি। তখন তিনি আমার গেঞ্জির কলার ধরে ক্যামেরা কেড়ে নেন। কিল-ঘুষি দিতে দিতে আমাকে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যান। সেখানে নিয়েও থাপ্পড় দেন। এ সময় আমার সঙ্গে থাকা জীবন ঘোষ এই মারধরের ছবি তুলতে গেলে তাকেও ধাওয়া দেন, অন্য ট্রাফিক পুলিশদের তাকে ধরতে বলেন। জীবন তখন দৌড়ে প্রেস ক্লাবের দিকে যান। আর আমাকে পুলিশ বক্সে আটকে রাখেন। আমার বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেন। গালিগালাজ করতে থাকেন। ৪/৫ জন ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে সার্জেন্টকে প্রত্যাহারের ঘোষণা দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

 

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
উত্তর গাজায় আবারও হামলা জোরদার করলো ইসরায়েল
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
ফরিদপুরে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী