X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উত্তরায় আবারও গাছ কেটে সড়ক উন্নয়ন

শাহেদ শফিক
১৫ অক্টোবর ২০১৭, ২১:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ২১:৩৩

সড়ক উন্নয়নে কাটা হচ্ছে গাছ রাজধানীর গুলশান, বনানী ও বারিধারাসহ বিভিন্ন এলাকায় সড়ক, ফুটপাত উন্নয়ন এবং সংস্কারে শত শত গাছ কাটার পর এবার উত্তরার বিভিন্ন সেক্টরে গাছ কাটার দৃশ্য দেখা গেছে। কয়েকদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে গাছ কাটা হচ্ছে। এ নিয়ে উত্তরার বাসিন্দা ও পরিবেশবাদীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পরিবেশবিদরা বলছেন, নগরীতে এমনিতেই গাছের স্বল্পতা রয়েছে। সেখানে উন্নয়ন ও সংস্কারের কারণ দেখিয়ে বড় বড় গাছ কেটে ফেলা যুক্তিসঙ্গত নয়। পরিবেশের বন্ধু গাছ রেখেও ফুটপাত উন্নয়ন করা সম্ভব। কিন্তু উন্নয়নের দায়িত্বে থাকা সিটি করপোরেশন উল্টো গাছ হত্যা করছে। জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি প্রকল্পের আওতায় উত্তরায় রাস্তা সংস্কার, ফুটপাত উন্নয়ন ও ড্রেন নির্মাণ করতে গিয়ে গাছগুলো কাটা হচ্ছে। এতে এলাকার সৌন্দর্যহানির পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।

সরেজমিন দেখা গেছে, উত্তরা মডেল টাউনের ১ নম্বর ও ৩ নম্বর সেক্টরে অসংখ্য গাছ কেটে ফেলা হয়েছে। ডালপালা ছেটে গুঁড়ি সরাতে ব্যস্ত শ্রমিকরা। এ কারণে ১ নম্বর সেক্টরের ৭ থেকে ১৩ নম্বর সড়কে দীর্ঘদিনের সেই ছায়া নিবিড় পরিবেশটি আর নেই। জানতে চাইলে কর্মরত একজন শ্রমিক জানান, রাস্তা ও ফুটপাত উন্নয়নের কাজ চলছে। গাছগুলো রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে। সেজন্যই এগুলো কাটা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের নামে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গাছও কেটে নিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আগেও সড়ক ও ফুটপাত উন্নয়ন কাজে উত্তরার ৩, ৪, ৫, ৬, ৭ ও ১১ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে এলোপাতাড়ি গাছ কাটা হয়।

এছাড়া, গুলশান-বানানী-বারিধারাসহ বিভিন্ন এলাকায় শত শত গাছ কাটা হয়েছে। বনানীর ১১৬ ও ১২৬ নম্বর সড়কেও ড্রেন নির্মাণ করতে গিয়ে বহু গাছ কাটা হয়। গুলশান-১ থেকে ২ নম্বর সড়ক পর্যন্ত ফুটপাতের উন্নয়ন কাজ করতে গিয়েও শত শত গাছ কাটা হয়েছে। সংস্থার উন্নয়ন কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান একটু সতর্ক হলে গাছ কাটার প্রয়োজন হতো না বলে মনে করেন স্থানীয়রা। উন্নয়ন কাজে বিভিন্ন সময় গাছ কাটার বিষয়ে ওই সময় মেয়র আনিসুল হক বলেছিলেন, ‘প্রয়োজন ছাড়া কোনও গাছ কাটা হচ্ছে না। একটি করতে গেলে অন্যটি ছাড় দিতে হয়। আমরা তো কিছু গাছ কাটলেও আবার তার চেয়ে বেশি গাছ লাগাচ্ছি।’

সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, উন্নয়ন কাজে কোনও গাছ কাটার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে একটি কমিটি রয়েছে। যদি কোনও গাছ কাটার প্রয়োজন হয় তাহলে কমিটি সরেজমিন পরিদর্শন করে মতামত দেবে। সে মতামতের ভিত্তিতেই গাছ কাটা হবে। তবে এক্ষেত্রে কমিটির মাধ্যমে গাছ কাটা হচ্ছে না। উন্নয়নের নামে অহেতুক গাছ কাটা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কয়েকদিন ছুটিতে ছিলাম। বিষয়টি আমার জানা নেই। যদি এমন ঘটে থাকে তাহলে বিষয়টি দেখার জন্য আমি ইঞ্জিনিয়ারিং বিভাগকে নির্দেশ দিচ্ছি।’

উত্তরার ওই এলাকা ডিএনসিসির অঞ্চল-১ এর অন্তর্ভুক্ত। জানতে চাইলে স্থানীয় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা খালিদ আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তরায় যেসব উন্নয়ন কাজ চলছে তাতে আঞ্চলিক কর্মকর্তাদের ক্ষমতা খুবই কম। এটি সরাসরি ইঞ্জিনিয়ারিং বিভাগ দেখভাল করে। কমিটির মাধ্যমে গাছ কাটা হচ্ছে বলে আমার মনে হয় না।’ তিনি যুক্তি দেখিয়ে বলেন, ‘উত্তরায় রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। সেখানে কিছু কিছু গাছ আছে যেগুলো রাস্তার মধ্যেই পড়েছে। এখন রাস্তায় গাছ রেখে তো লাভ হচ্ছে না। ফুটপাতের গাছ কাটা হচ্ছে না। এখন কিছু উন্নয়ন করতে গেলে তো কিছু ছাড় দিতে হবে।’

জানতে চাইলে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাছপালা বাদ দিয়ে কখনোই পরিবেশ চিন্তা করা যায় না। প্রকৃতির সঙ্গে বাস করতে হলে প্রকৃতিকে ধারণ করতে হবে। গাছপালা, খাল-বিল রেখেই রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এমনিতেই আমাদের নগরজীবন কৃত্রিমভাবে তৈরি। সে জায়গায় যে ক’টি গাছপালা রয়েছে সেগুলোও যদি ধ্বংস করা হয়, তাহলে ঢাকার মানুষ আর প্রকৃতির ছোঁয়া পাবে না।’

/এসএস/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া