X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন কৌশলপত্র প্রণয়ন করছে সরকার

রশিদ আল রুহানী
১৬ অক্টোবর ২০১৭, ১৬:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৬:৪৫

 

শিক্ষা মন্ত্রণালয়-ইউজিসি দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০০৬ সালের অনুমোদিত কৌশলপত্র বাস্তবায়নের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৬ সালে। কিন্তু নির্ধারিত সময়ের ৯ বছর আগেই নতুন করে কৌশলপত্র প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আর এই কৌশলপত্র ২০৩০ সালের মধ্যে তিন ধাপে বস্তবায়ন করা হবে।  ইতোমধ্যে এর একটি খসড়াও তৈরি হয়েছে। প্রস্তাবটি নিয়ে এখন পর্যালোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কৌশলপত্রের বেশ কিছু জায়গায় সংস্কার করা হচ্ছে। এ সংস্কার কাজে অর্থ দেবে উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ)।

এ নিয়ে রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নতুন কৌশলপত্রের খসড়ার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কর্মশালায় শিক্ষামন্ত্রী বলেন, ‘দেশের উচ্চশিক্ষা বিশ্বমানে উন্নয়নের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ২০৩০ সাল নাগাদ উচ্চশিক্ষার জন্য একটি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এজন্য বিভিন্ন কমিটি তাদের সুপারিশমালা পেশ করেছে। এছাড়া একটি খসড়া পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘উচ্চশিক্ষার মান উন্নয়নে এক্রিডিটেশন কাউন্সিল আইন পাস হয়েছে। উচ্চশিক্ষা কমিশন গঠন করা হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা প্রথাগত ধারণার পরিবর্তন চাই। শিক্ষা হবে দক্ষতা-নির্ভর, যেন একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে মানবসম্পদে পরিণত হতে পারে। বর্তমানের তথ্যের ভিত্তিতে ভবিষ্যতের জন্য করণীয় নির্ধারণ করতে হবে। সবার পরামর্শ এতে (প্রস্তাবিত কৌশলপত্রে) যোগ করা হবে।’

কর্মশালায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ইউসুফ আলী মোল্লাহ ওই খসড়ার ওপর একটি কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন, ‘নতুন এই কৌশলপত্র ২০৩০ সালের মধ্যে তিনটি ধাপে বাস্তবায়িত হবে। আর এই কৌশলপত্র প্রণয়নের উদ্দেশ্য হলো, উচ্চশিক্ষাকে গুণগত মানে উন্নয়ন করা। এর অন্যতম কম্পনেন্ট (উপাদান) হবে, বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণা বৃদ্ধি, শিক্ষকদের আরও দক্ষ করে গড়ে তোলা, বেসরকারি-সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক ও আর্থিক নিয়মের মধ্যে আনা।’

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রস্তাবিত কৌশলপত্রে অভিভাবকদের আয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচের পরিমাণ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। যে অভিভাবকের যত আয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীর পড়াশোনার খরচ নির্ধারণ করা হবে। খসড়া কৌশলপত্রে আরও প্রস্তাব করা হয়েছে, শিক্ষার্থীদের সহজ শর্তে পড়াশোনার খরচবাবদ ঋণ দিতে হবে, শিক্ষক নিয়োগে প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে, পিএইচডি ডিগ্রি থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন এবং সব সরকারি বিশ্ববিদ্যালয় অভিন্ন আইনে পরিচালনারও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বর্তমান কৌশলপত্রের প্রায় জায়গার সংস্কারের কথা রয়েছে, যা তিন ধাপে ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হবে।

এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজে প্রস্তাবিত কৌশলপত্র যতটুকু দেখেছি, তাতে কিছু প্রস্তাব ইতিবাচক মনে হলেও বেশ কিছু প্রস্তাব নেতিবাচক মনে হয়েছে। এমন কিছু বিষয় খসড়া কৌশলপত্রে আনা হয়েছে, যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে। এটা প্রকল্পের আওতায় রেখে আলাদা ফোকাস দেওয়ার প্রয়োজন দেখি না। আবার অভিভাবকের আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীর পড়ার খরচ নির্ধারণের প্রস্তাব একদমই অবাস্তব মনে হয়েছে। কারণ, প্রত্যেক শিক্ষার্থীর শিক্ষার অধিকার রয়েছে। কিন্তু নিজের টাকা খরচ করে পড়তে হবে, এটা অবাস্তব প্রস্তাব। এটা কোনও সরকারই বাস্তবায়ন করতে পারবে না। তবে, এটা তো খসড়া, হয়ত অনেক কিছুই পরিবর্তন-পরিমার্জন হবে।’

উল্লেখ্য, কৌশলপত্র তৈরিতে ১৯ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। এছাড়া এতে সদস্য হিসেবে রয়েছেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দাতা সংস্থার কর্মকর্তারা।

/এমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
দেশে দেশে রমজানের বৈচিত্র্যময় সংস্কৃতি ও রকমারি উৎসব
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই