X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাজধানীর তেজগাঁও থেকে জঙ্গি হুরায়রা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ১৯:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:৫৫

জঙ্গি হুরায়রা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ব্রিগেড আদ্-দার-ই-কুতনির সদস্য রিয়াসাত এলাহী চৌধুরী ওরফে আবু হুরায়রা (২৮) নামের এক জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজধানীর তেজগাঁওয়ের হুন্ডার গলির ৫৫ নম্বর বাসা থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বাবার নাম মাহবুব উল আলম চৌধুরী। হুরায়রা এর আগে রাজধানীর বনশ্রী থেকে গ্রেফতার হওয়া জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলের সহযোগী।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, র‌্যাবের সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযানে সন্দেহভাজন বেশ কিছু উগ্রপন্থী ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ সদস্য র‌্যাবের গোয়েন্দা নজরদারির মধ্যে ছিল। এরই ধারাবাহিকতায়  গত ২১ সেপ্টেম্বর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনি’র কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলকে গ্রেফতার করা হয়। তখন জিজ্ঞাসাবাদে সে কয়েকজন সহযোগীর নাম পরিচয় জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী রিয়াসাত এলাহী চৌধুরী ওরফে আবু হুরায়রাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুরায়রা জানায়, ২০১৫ সালে উগ্র মতবাদে বিশ্বাসী যুবক রাশেদের মাধ্যমে আবু জিব্রিলের সঙ্গে তার  পরিচয় হয়। তার ঘনিষ্ঠ সংস্পর্শে সে জঙ্গিবাদী কার্যক্রমে জড়িয়ে পড়ে। আবু জিব্রিলই তার সাংগঠনিক নাম আবু হুরায়রা প্রদান করে। পরবর্তীতে আবু জিব্রিলের নেতৃত্বে আদ্-দার-ই-কুতনি’র বেশ কয়েকজন সদস্য হুরায়রার ফার্মগেটের বাসায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য গোপন বৈঠকে মিলিত হয়। একপর্যায়ে হুরায়রা তার পরিচিত অস্ট্রেলিয়া প্রবাসী উগ্র মতাদর্শে বিশ্বাসী যুবক আবু আতা’র ওরফে নওরোজ রাইয়াত আমিনের সঙ্গে আবু জিব্রিলের পরিচয় করিয়ে দেয়। আবু আতা’র বাংলাদেশে থাকা অবস্থায় বেশ কয়েকবার হুরায়রার মাধ্যমে রাজধানীর চকবাজারে শ্বশুর বাড়ির ছাদে আবু জিব্রিলসহ অনেকের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়।

বনানী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে হুরায়রাকে আদালতে উপস্থাপন করা হলে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে