X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়নের শিকার নারীর প্রতিবাদ ‘মি টু’ বা ‘আমিও’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ০১:৪৩আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০১:৪৮

যৌন নিপীড়নের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মি টু’ বা ‘আমিও’ হ্যাশট্যাগ দিয়ে পরস্পর অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছেন নারীরা। ফেসবুক-টুইটারজুড়ে রবিবার সারাদিন এই ‘মি টু’ হ্যাশট্যাগের প্রচার চলেছে। পশ্চিমা অভিনেত্রী আলিসা মিলানো টুইট করেন, ‘যারা যৌন নিপীড়ন বা হয়রানির শিকার হয়েছেন, তারা যেন মি টু লিখে তার টুইটের রিপ্লাই দেন।’ এরপর তা ছড়িয়ে যেতে থাকে বিশ্বব্যাপী।

অভিনেত্রী আলিসা মিলানোর টুইট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসরিন খন্দকার বলেন, ‘হলিউডের দোর্দণ্ডপ্রতাপ প্রযোজক হারভি ওয়েনস্তেইনের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় যৌন হয়রানির মাত্রা বোঝাতে মি টু ক্যাম্পেইন ঝড় তুলেছে। প্রথমত এটি বিশ্বের সব যৌন হয়রানির শিকার নারী কিংবা পুরুষের সরব হওয়ার সুযোগ দিয়েছে। আমি নিজেও যেন এরকম একটা সুযোগের অপেক্ষায়ই ছিলাম। দ্বিতীয়ত, এই ক্যাম্পেইন আমাদের সামনে স্পষ্ট করতে পারে যে, যৌন হয়রানি কতোটা ব্যাপক। সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে।’

তিনি আরও বলেন, ‘আমি সাক্ষ্য দিতে পারি যে, আমার পরিচিত প্রত্যেকটি নারী জীবনের কোনও না কোনও সময়ে যৌন হয়রানির শিকার হয়েছে। সাড়ে সাত বিলিয়ন মানুষের এই বিশ্বে যদি তিন বিলিয়ন মানুষ যৌন হয়রানির শিকার হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে একে মানবতার বিরুদ্ধে সর্বকালের সবচেয়ে বড় রোগ হিসেবে বিবেচনা করা উচিত। আর সেই রোগের কারণ যখন যৌনবাদ, তখন তাকে যে সবচেয়ে ভয়ঙ্কর মহামারীর মতই মোকাবিলা করা দরকার, সেটি আমাদের কাছে স্পষ্ট হবে।’

রোকেয়া চৌধুরী ও আঙ্গুর নাহার মন্টির স্ট্যাটাস ফেসবুকে রোকেয়া চৌধুরী লিখেছেন, ‘সচেতনতা বাড়াতে আমাদের নিজেদের সঙ্গে যৌন হয়রানি ঘটে থাকলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন লিখেছেন, “আসুন বাংলায় বলি – ‘আমিও’ [ Me too] এই দেশে কোনও নারী যদি বলেন, ‘তিনি কখনও কোনও ধরনের যৌন নিপীড়নের শিকার হননি, সেটা হবে একটা ডাহা মিথ্যা কথা। ‘আমি কখনো মিথ্যা বলি না’ বলার মতোই মিথ্যা।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাসরিন খন্দকার লিখেছেন, ‘যদি কোনও নারী ও পুরুষ যৌন হয়রানির শিকার হন তাহলে মি টু হ্যাশট্যাগ দিন স্ট্যাটাসে। এর ভয়াবহতা জানান দেওয়া জরুরি।’ তিনি নিজের কিশোর বয়সের অভিজ্ঞতাও শেয়ার করেছেন স্ট্যাটাসে।

সিনিয়র সাংবাদিক আঙ্গুর নাহার মন্টি তার ছেলেবেলার অভিজ্ঞতা এবং প্রতিবাদের প্রয়োজনীয়তা নিয়ে লিখে বন্ধু স্বজন সবাইকে এ রকম হয়রানি নিপীড়নের সমস্যা নিয়ে কথা বলার অনুরোধ জানিয়েছেন।

গীতি আরা নাসরিন, শামীম আরা নীপা ও নাসরিন খন্দকারের স্ট্যাটাস জেন্ডার এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেন তাসাফি হোসেন। তিনি স্ট্যাটাসে মি টু লিখে অন্যদেরও এই ক্যাম্পেইনের অংশীদার হওয়ার অনুরোধ জানিয়েছেন।

শামীম আরা নীপা তার স্ট্যাটাসে লিখেছেন, এই দেশের নারীরা যৌন নিপীড়ন ও বৈষম্যের শিকার হয়নি- এমন ঘটনা বিরল... আমিও সেই তালিকার বাইরে নই... সেটা স্বীকার করে নিয়ে এহেন পরিস্থিতি ও সামাজিক প্রেক্ষাপটের বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট...
#Me_Too
#MeToo

এই ক্যাম্পেইনে পিছিয়ে নেই পুরুষরাও। স্থপতি অরূপ কুমার দাস লিখেছেন, #MeToo, এর ম্যাগ্নিচিউডে আমি স্থম্ভিত ... হতভম্ব। যত দেখি তাতে প্রতিদিন ক্রমাগত লজ্জা পেতে হয় নিজের কাছে।

/ইউআই/এমপি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!