X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কামরাঙ্গীরচরে ঘরের ভেতর শিশুর রহস্যজনক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ২১:৪৫আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২১:৫১

লাশ উদ্ধার রাজধানীর কামরাঙ্গীরচরে ইশরাত জাহান নামের দুই বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের ৪ নম্বর গলির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘শিশুটির রহস্যজনক মৃত্যু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অভিহিত করা হয়েছে।’ তিনি বলেন, ‘শিশুটির গলায় কালো দাগ রয়েছে।’ 

ইশরাতের বাবা মিজানুর রহমান মুরগি বিক্রেতা, মা শিউলী বেগম ঢামেকে হাসপাতালে আয়ার কাজ করেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

শিশুটির বড় বোন মিম জানায়, ‘মা-বাবা দুজনেই ছিলেন কাজে। আমি ইশরাতকে ঘরে রেখে পাশের রুমে কাজে যাই, সে তখন খাটের ওপর বালিশ, কোল বালিশ, ওড়না নিয়ে খেলা করছিল। আধা ঘণ্টা পর ঘরে গিয়ে দেখি ইশরাত কোলবালিশের ওপর ঘুমিয়ে রয়েছে। ওড়নাটি তার গায়ের ওপর ছিল। ওই রুমে ফ্যান না থাকায় আমি তাকে পাশের রুমে ফ্যানের নিচে রেখে আসি। পরে সন্ধ্যা হয়ে গেলেও সে ঘুম থেকে উঠছে না দেখে ডাকাডাকি করি। তাতেও না উঠলে তার মাথায় পানি ঢেলে দেই। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে পাশের একটি ফার্মেসিতে নিয়ে যাই।’

মিম আরও জানায়, খবর পেয়ে সন্ধ্যা ৭টায় মা-বাবা এসে ইশরাতকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইশরাতকে মৃত ঘোষণা করেন। তার গলায় দাগ থাকায় ময়নাতদন্তের নির্দেশ দেন।

 

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
টানেলে অপারেশনাল কাজে গেলে টোল দিতে হবে না জরুরি যানবাহনকে
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী