X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নারীরা পুরুষের তুলনায় সৎ ও দায়িত্বশীল: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ২২:১৪আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ২২:১৯

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নারীরা কাজে পুরুষদের তুলনায় বেশি সৎ, বেশি দায়িত্বশীল। নারীদের পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছি, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) সম্পৃক্ত করেছি। কারণ আমরা মনে করি, নারীরা দুর্বল নয়, তারাও পুরুষের সমান পারদর্শী ও সাহসী।’

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলা একাডেমিতে ‘নারীর অধিকার (যৌন ও প্রজনন স্বাস্থ্য) বিষয়ক চেঞ্জ মেকারদের জাতীয় সম্মেলন- ২০১৭’ তে তিনি এসব কথা বলেন। নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যবিষয়ক সব ধরনের নির্যাতন বন্ধ এবং নারীর অধিকার সমুন্নত করার লক্ষ্যে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র এ সম্মেলনের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, নিরাপত্তাহীনতার বিরুদ্ধে জনগণকেই সোচ্চার হতে হবে। নারীকে ছাড়া দেশ এগিয়ে যেতে পারবে না। দেশকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবাইকে সমান্তরালে এগিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, ‘সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন প্রণয়ন, নীতিমালা তৈরিসহ নারীর পক্ষে কাজ করছে। কিন্তু শুধু আইন প্রণয়ন করে নারী নির্যাতন বন্ধ করা যাবে না। এজন্য প্রয়োজন সমাজের সর্বস্তর থেকে নির্যাতন বন্ধের দাবি।’ নারী নির্যাতনকে সামাজিক ব্যাধি আখ্যায়িত করে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী।

আমরাই পারি জোটের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, ‘আমরা সব নির্যাতনকারীদের রুখে দিতে চাই আমাদের ইচ্ছা, প্রচেষ্টা ও আমাদের কাজের মধ্য দিয়ে। আমরা মর্যাদাপূর্ণ, সম্মানজনক, স্বাধীন এবং বৈষম্য ও নির্যাতনমুক্ত একটি জীবন চাই।’

বিশেষ অতিথির বক্তব্যে ড. অ্যানি ভেস্টজেন্স বলেন, ‘যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার একটি মানবাধিকার। তাই আমাদের সবার নিজের শরীর, স্বাস্থ্য ও সিদ্ধান্তের ওপর নিজেদের নিয়ন্ত্রণ থাকতে হবে। চেঞ্জ মেকাররাই পারে নারীসহ সবার মানবাধিকার রক্ষা করতে।’

 

/জেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ