X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছিনতাইকালে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১০:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৩:১১

গ্রেফতার রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলো- মিলন (৩০) ও সবুজ (২০)। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনা মো. ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ছিনতাইকারীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইকালে বিশ্ববিদ্যালয় ছাত্র খুনের অভিযোগ স্বীকার করেছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ছিনতাইকালে ব্যবহার করা ছুরি ও নিহত ছাত্রের মোবাইলফোন উদ্ধার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বাসার অদূরেই ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা।

জানা গেছে, আবু তালহা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুমিল্লার বড়ুরার দেওড়া গ্রামের নূর উদ্দিনের ছেলে। তিনি ওয়ারী থানাধীন ১২/২ কেএম দাস লেন টিকাটুলিতে পরিবারের সঙ্গে থাকতেন।

আরও জানা গেছে, রবিবার সকাল সাড়ে ৬টার দিকে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসে যাওয়ার জন্য বাসার সামনে থেকে রিকশায় করে যাত্রাবাড়ী যাচ্ছিলেন ওই ছাত্র। বাসার অদূরে বেস্ট স্টুডিও মোড়ে হুমায়ুনের বাড়ির উত্তরপাশে পৌঁছালে ৩/৪ জন ছিনতাইকারী ওই ছাত্রকে ডান উরু, হাত ও পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে বাসায় খবর দিলে ওই ছাত্রের বাবা ও মামা এসে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সকাল সোয়া আটটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: 

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

 

/এনএল/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা