X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিটিভির ৬ পূর্ণাঙ্গ কেন্দ্রের যন্ত্রপাতি ক্রয়ের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ২০:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২০:৩৯

বিটিভি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ছয়টি পূর্ণাঙ্গ কেন্দ্র স্থাপনে যন্ত্রপাতি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার বিকালে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
এছাড়াও কমিটির সভায় আরও ১২টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ১০টি প্রস্তাব রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মোস্তাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ টেলিভিশনের ছয়টি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় পণ্য, ভৌত কাজ এবং সেবা ক্রয় চীনের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান এএলটিআই অ্যান্ড ডিআরএফটি’র মাধ্যমে টার্ন-কি পদ্ধতিতে সম্পন্ন করার জন্য ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৯৮৮ কোটি ৪৬ লাখ টাকা।’
এছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী উন্নয়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্প, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২ শীর্ষক প্রকল্প, মহেশখালী-আনোয়ারা ৪২ ইঞ্চি ব্যাসের ৭৯ কিলোমিটার গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্প, ‘রূপকল্প-৯: ২ডি সাইসমিক প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

পাশাপাশি ‘রূপকল্প-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ এর অধীন রুপকল্প-১ শীর্ষক প্রকল্প এবং রূপকল্প-৩ শীর্ষক প্রকল্পের অধীন কসবা-১ অনুসন্ধান কূপের এক্সপ্লোরেশন ওয়েলস এর কার্যক্রমের জন্য রিগ ইনস্ট্রমেন্ট স্পেয়ার্স ক্রয়ের প্রস্তাবে অনুমোদনসহ অন্যান্য প্রকল্পের যন্ত্রপাতি ক্রয়ের অনুমোদনও দেওয়া হয়।

অন্যদিকে, ভারত থেকে এক লাখ মেট্রিক টন সিদ্ধ চাল আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

/এসএমএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি