X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কবে চালু হবে ‘৯৯৯’

জামাল উদ্দিন
১৮ অক্টোবর ২০১৭, ২১:৩৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ২১:৩৮

999 জরুরি সেবা সার্ভিস ‘৯৯৯’ কবে চালু করা যাবে তা এখনও নিশ্চিত নয়। অবশ্য এ বছরের শেষ নাগাদ এ সেবা সার্ভিস চালু করার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।

গত ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর এ সার্ভিসের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় পুলিশ সদর দফতরকে। পরে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে একটি টিম এই সেবা কার্যক্রম চালুর প্রক্রিয়া শুরু করে। তবে এখনও বলার মতো অগ্রগতি হয়নি বলে জানা গেছে।

গত বছরের ১১ অক্টোবর সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’ নামে ৯৯৯ পরীক্ষামুলকভাবে চালু করে। তখন বেশিরভাগ কল এসেছিল আইনশৃঙ্খলা ও ফায়ার সার্ভিসের সেবার বিষয়ে। যার অনেকগুলোরই সমাধান দেওয়া হয়। সম্প্রতি কার্যক্রমটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়।

পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খুব সহজে সরকারিভাবে জরুরি সেবা প্রদানে ৯৯৯ নামে এই হেল্প সার্ভিস চালু করা হচ্ছে। চালুর পর এই সার্ভিস সেন্টার সারাদেশের মানুষের তথ্য ও সেবা পাওয়ার একটি ওয়ানস্টপ সার্ভিস সেন্টার হিসেবে কাজ করবে।

এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের আইসিটি শাখার অতিরিক্ত ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বলার মতো এখনও কিছু হয়নি।’

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সহেলী ফেরদৌস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ‘৯৯৯’ চালুর কাজ চলছে। অভ্যন্তরীণভাবে এটার পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। কিছু টেকনিক্যাল বিষয় আছে। সেগুলো শেষ করে এটা জনসাধারণের জন্য চালু করা হবে।’ যত দ্রুত সম্ভব এ সেবা সার্ভিস চালু করা হবে বলেও জানান তিনি।

/জেইউ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি