X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শহীদ মিনারে সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৭, ১৮:৪৩আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৮:৪৩

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের এক দফা দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারে সমাবেশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হলেও বিভিন্ন সময় দেশের শিক্ষক সমাজ অবহেলিত ছিলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম শিক্ষকদের প্রাপ্য সম্মান দেন। তিনিই প্রথম ৩৭ হাজার প্রাথমিক শিক্ষককে জাতীয়করণ করেন। বঙ্গবন্ধুর পর শুধুমাত্র শেখ হাসিনার সরকারই শিক্ষকদের মর্যাদা দিয়েছে। তাই শিক্ষা ব্যবস্থাকে তিনিই জাতীয়করণ করতে পারবেন।’

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের সকল বেসরকারি শিক্ষক-কর্মচারীরা আজ একত্রিত হয়েছি শুধুমাত্র শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে। আমাদের আর কোনও দাবি নাই। দেশের ৯.৫৪ শতাংশ শিক্ষার্থী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করছে।’

সমাবেশ থেকে সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন মিয়া ও মহাসচিব মো. আব্দুল খালেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলায় সমাবেশ, ২০১৮ সালের ১১ জানুয়ারি দেশের সব উপজেলায় বিক্ষোভ, ১৯ জানুয়ারি মতবিনিময়, ২৭ ও ২৮ জানুয়ারি ১ ঘণ্টা কর্মবিরতি। এছাড়া ২৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে চূড়ান্ত কর্মসূচিও ঘোষণা করা হবে।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়