X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘স্পর্শকাতর বিষয় নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ০৩:৩০আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ০৩:৩০

খালেদা জিয়া (ফাইল ছবি) জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের পর আত্মপক্ষ সমর্থনের আবেদন জানালে বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশারফ হোসেন কাজল আদালতকে বলেন, ‘আদালত কার্যক্রম শুরুর আগে আবেদন জানানো হয়নি। এখন আবেদন জানানো হচ্ছে। স্পর্শকাতর বিষয় নিয়ে লুকোচুরি খেলা হচ্ছে।’

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ আদালতে যুক্তিতর্কের নির্ধারিত দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হলে জামিন চান তার আইনজীবীরা। এ সময় দুদকের আইনজীবী জামিনের বিষয়টি না উঠিয়ে নির্ধারিত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আদালতকে অনুরোধ জানান। 

আদালত খালেদা জিয়ার জামিনের বিষয়টি আগে উত্থাপন করেন এবং শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেন। এরপর হঠাৎ করে খালেদা জিয়ার আইনজীবীরা আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়ার বক্তব্য উপস্থাপনের সুযোগ চান। এতে বিরোধিতা করেন কাজল।  

আবেদন জানানোর পর আদালত খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘অন্য আবেদনগুলো যখন দিয়েছেন, তখন দিতে পারতেন। তখন কেন দেননি? জামিন পেলেন, উনার (খালেদা জিয়া) সম্মান রক্ষা করবেন।’ বিচারক আরও বলেন, ‘কোর্ট ওঠার আগেই সব পিটিশন দেবেন। আপনারা জামিন চেয়েছেন, জামিন দিয়েছি, তারপর আপনারা আত্মপক্ষ সমর্থনের আবেদন জানাচ্ছেন।’ এসময় ব্যারিস্টার জমির উদ্দিন অনুরোধ জানালে বিচারক আত্মপক্ষ সমর্থনের আবেদন গ্রহণ করেন।

আদালতের এই বক্তব্যের পর আইনজীবী কাজল জামিনের বিরোধিতা করে বলেন, ‘এর আগে চার মাসের জন্য খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়েছে। ২০১৫ সালের ২৫ অক্টোবর জামিনের শর্ত লঙ্ঘন করায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। পরে আত্মপক্ষ সমর্থন করে তিনি জামিন নিয়েছেন। জামিনের শর্তে তিনি বলেছিলেন, নিয়মিত হাজির হবেন এবং মামলার কাজে আদালতকে সহযোগিতা করবেন। কিন্তু পরে দেখা গেলো—  গত ১২ অক্টোবর পর্যন্ত তার অনুপস্থিতি ও তিনি যে শর্তে জামিন চেয়েছিলেন সেই শর্ত অনুযায়ী আদালতকে সহযোগিতা করেননি। আমাদের বক্তব্য হচ্ছে— এই মামলাটি দেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ টাকা এডিবির অর্থ তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ হয়েছিল। এর সঙ্গে তিনি এবং তার সন্তানসহ এই কার্যক্রমের সঙ্গে যারা ছিলেন তারা জড়িত ছিলেন।’

কাজল আরও বলেন, ‘তারপরও আদালতে হাজিরা দেবেন এবং আদালতকে সহযোগিতা করবেন সেই শর্তে তাকে ২৬ বার জামিন দেওয়া হয়েছিল। উচ্চতর আদালতে জামিন স্থায়ী করার সময় আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছিল— তিনি যদি শর্ত ভঙ্গ করেন তাহলে তার জামিন বাতিল করতে পারবেন। কিন্তু তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন, আদালতের কাজে বিঘ্ন সৃষ্টি করেছেন। আট মাস ১০ দিন তিনি এই মামলার কার্যক্রম থেকে বিরত ছিলেন (সময়ের অপচয় করা), ৩৩  বার সময় নিয়েছেন। তিনি চার মাসের অন্তবর্তী জামিন পেয়েছিলেন, পরবর্তীতে তিনি শর্ত ভঙ্গ করেছেন। মামলার ৩২ জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। আজ যুক্তিতর্কের জন্য তারিখ রয়েছে। আজ মামলার ২০০তম দিন।’

কাজলের বক্তব্যের বিরোধিতা করে খালেদা জিয়ার আইনজীবীরা বলেন, আদালতের সময় দেওয়ার সুযোগ ছিল, আদালত সময় দিয়েছেন। আদালতের মনে হয়েছে সময় দেওয়া উচিত। তখন দুদকের আইনজীবী কাজল বলেন, আদালতের কাছে আপনার সময় নিয়ে বলেন, আদালত সময় দিয়েছে। এগুলো টু মাচ।’

 

/এসএমএ/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘সেফ জোনে’ ২৩ নাবিক, নিরাপত্তায় ইতালির যুদ্ধ জাহাজ
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
‘আজ থেকে শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪’
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৮ এপ্রিল, ২০২৪)
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫