X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সপ্তাহে বাংলাদেশে আসছে ১২ হাজার রোহিঙ্গা শিশু: ইউনিসেফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ১৯:১৪আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ১৯:২৪

রোহিঙ্গা শিশু মিয়ানমারের রাখাইনে সহিংসতার শিকার হয়ে সপ্তাহে গড়ে ১২ হাজার রোহিঙ্গা শিশু বাংলাদেশে আসছে। গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে আসা প্রায় তিন লাখ ২০ হাজার রোহিঙ্গা শিশু খোলা আকাশের নিচে বসবাস ও পানিবাহিত রোগের কারণে ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ইউনিসেফ।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এতথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক জানান, বাংলাদেশে আসা অনেক রোহিঙ্গা শিশু মিয়ানমারে নৃশংসতার প্রত্যক্ষদর্শী, যা কোনও শিশুর কখনও হওয়া উচিত নয়। এসব শিশু এই ভয়াবহতার ক্ষত বয়ে বেড়াচ্ছে। এই শিশুদের দ্রুত  খাদ্য, নিরাপদ পানি, স্যানিটেশন এবং রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন দেওয়া প্রয়োজন। তাদের জন্য শিক্ষা ও কাউন্সিলিং প্রয়োজন। এখনই এসব ব্যবস্থা না করা গেলে,  তারা কিভাবে সমাজের সৃজনশীল নাগরিক হয়ে উঠবে। এই সংকট তাদের শৈশবকে চুরি করছে। আমরা তাদের ভবিষ্যত নষ্ট হতে দিতে পারি না।

কক্সবাজারে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শিশু ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডোয়ার্ড বেগবেডার বলেন, ‘এখনও মিয়ানমার থেকে রোহিঙ্গারা আসছে। ইতোমধ্যে আমরা দেখেছি, শিশুরা ভয়বহতার শিকার হয়েছে। খোলা আকাশের নিচে বসবাসের পাশাপাশি খাদ্য, নিরাপদ পানি, স্যানিটেশনের সংকট রয়েছে। এর ফলে শিশুরা পানিবাহিত রোগসহ অন্যান্য রোগের ঝুঁকি রয়েছে।’

ইউনিসেফ চারটি প্রধান বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে। এরমধ্যে রয়েছে, রোহিঙ্গা শিশুদের জন্য আন্তর্জাতিক মানবিক সাহায্য, রাখাইন রাজ্যে সহিংসতার শিকার সব শিশুর মানবিক সাহায্য, বাংলাদেশে রোহিঙ্গা শিশুদের মানবিক সহায়তার পরিকল্পনা ও তাদের পরিবারের সুরক্ষার বিষয়টি। এছাড়া রোহিঙ্গাদের নিরাপদ এবং সম্মানজনকভাবে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য সমর্থন এবং রাখাইন রাজ্যের সংকট দীর্ঘ মেয়াদী সমাধানের জন্য উপদেষ্টা কমিশনের সুপারিশ বাস্তবায়ন প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে ইউনিসেফ।

আরও পড়ুন:


এতিম রোহিঙ্গা শিশুদের জন্য হচ্ছে 'শিশুপল্লি'

রোহিঙ্গা শিশুর সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৬ লাখ, স্বাস্থ্যঝুঁকিতে দেড় লাখ

স্বজন হারানো রোহিঙ্গা শিশুদের মুখে হাসি

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি