X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ভর্তি পরীক্ষায় জালিয়াতি: ১২ পরীক্ষার্থীসহ ১৪ জন আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ২০:৫০আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২০:৫৪

আটক পরীক্ষার্থীদের একাংশ (ছবি: সংগৃহীত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে ১২ পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে দায় স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এবার আটক হয়েছে দুই মধ্যস্থতাকারী। তাদের বিরুদ্ধে মামলা করবে সিআইডি।

শুক্রবার (২০ অক্টোবর) পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রির তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল্লাহ আল মামুন ও শহীদুল্লাহ হল থেকে ফিজিক্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মহিউদ্দিন রানাকে আটক করে সিআইডি অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি টিম ও ঢাবি প্রশাসন। ওই দু’জনের দেওয়া তথ্য অনুযায়ী, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে পরীক্ষার্থী ইশরাক আহমেদ রাফিকে আটক করে সিআইডি। আর বাকি ১১ পরীক্ষার্থীকে আটক করা হয় পুলিশের সহায়তায়।

রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘আটকদের কাছে মাস্টারকার্ডের মতো ইলেক্ট্রিক ডিভাইস পাওয়া গেছে। সঙ্গে আছে ক্ষুদ্র এয়ারপিস। এটি কানে লাগিয়ে ইলেক্ট্রিক ডিভাইসের সঙ্গে যুক্ত করা হয়। ফলে এই ডিভাইস দিয়ে অনায়াসে বাইরে যোগাযোগ করা সম্ভব হয়। প্রশ্নে সেট কোড জানার পর বাইরে থেকে জালিয়াত চক্রের সদস্যরা উত্তর বলে দেয় আর তা শুনে শুনে উত্তরপত্র পূরণ করে পরীক্ষার্থীরা।’

বিশেষ পুলিশ সুপার আরও বলেছেন, ‘জালিয়াতির পর চুক্তি অনুযায়ী জালিয়াতদেরকে দুই থেকে পাঁচ লাখ টাকা করে দিতে হয়েছে প্রত্যেক পরীক্ষার্থীর। এর সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

পরীক্ষা কেন্দ্রে ডিভাইস ব্যবহারে জালিয়াতির দায়ে সাজাপ্রাপ্তরা ১২ পরীক্ষার্থী হলো— কিশোরগঞ্জের ইশরাক আহমেদ রাফী, গাইবান্ধার আব্দুল্লাহ আল মুকিম ও মোহাম্মদ রিশাদ কবির, পাবনার মিরাজ আহমেদ, বগুড়ার জয় সাহা, কুমিল্লার নূর মোহাম্মদ মাহবুব, রেজোয়ানা শেখ শোভা ও মাসুকা নাসরিন রোজা, ময়মনসিংহের তারিকুল ইসলাম, রংপুরের নাসিরুল হক নাহিদ, ফরিদপুরের এমডি ফারহাতুল আলম রাফি, নাটোরের মো. মিনারুল।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহীদ এলাহী জানান, মাস্টারকার্ডের মতো ইলেক্ট্রনিক ডিভাইসে সিম কার্ড ঢুকিয়ে কেন্দ্রের বাইরে যোগাযোগ করে উত্তর সংগ্রহের সময় এই পরীক্ষাদেরকে হাতেনাতে ধরা হয়। তাদের কানে ছিল অতিক্ষুদ্র তারবিহীন হেডফোন। ভ্রাম্যমাণ আদালতের কাছে দোষ স্বীকারের পর প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী, সহকারী প্রক্টর মো. সোহেল রানা, এ কে লুতফুল কবীর, অধ্যাপক মাইনুল ইসলাম, অধ্যাপক রবিউল ইসলাম।

এদিকে পরীক্ষা শুরুর আট ঘণ্টা আগে ফাঁস হয় প্রশ্নপত্র। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ঢাবি ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ (স্নাতক) সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা। পরে মিলিয়ে দেখা গেছে, ফাঁস হওয়া প্রশ্নপত্রেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে রাজধানীর ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। ১ হাজার ৬১০টি (বিজ্ঞানে ১১৪৭টি, বিজনেস স্টাডিজে ৪১০, মানবিকে ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৮ হাজার ৫৪ জন।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
মাস্টারপ্ল্যান ছাড়াই ঈদের ছুটিতে জাবিতে ভবন নির্মাণে তোড়জোড়
অস্থিরতার মধ্যেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন উপাচার্য
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
সর্বশেষ খবর
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
ভোজ্যতেলের মূল্য নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীআগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০