X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

প্রশ্ন আউট হয়েছে পরীক্ষার পর: ঢাবি ভিসি (অডিও)

হারুন উর রশীদ
২০ অক্টোবর ২০১৭, ২২:১৬আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২২:৪৫

 

অধ্যাপক মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার পর ফাঁস হয়েছে বলে দাবি করেছেন ভারপ্রাপ্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. আখতারুজ্জামান। তার দাবি, ‘তাই ভর্তি-পরীক্ষা বাতিলের কোনও প্রশ্নই ওঠে না। একটি চক্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করতে চায়। তারাই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপপ্রচার চালাচ্ছে।’ শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত, এই একঘণ্টা। আর পরীক্ষা শুরুর কমপক্ষে আট ঘণ্টা আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যার প্রমাণসহ প্রতিবেদন প্রকাশ করে বাংলা ট্রিবিউন। ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের শতভাগ মিল পাওয়া গেছে। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তা মানতে নারাজ।

ঢাবির ভারপ্রাপ্ত ভিসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি দুপুর দু’টার সময় প্রশ্নপত্র ফাঁসের খবর জেনেছি । এর আগে জানতে পারিনি। পরীক্ষার হলে জানতে পারিনি। সারাদিন ঘুরে জানতে পারিনি। আমি টেকনিক্যাল লোকজনের সঙ্গে কথা বলেছি। একটা জালিয়াত-চক্র নানা ধরনের অশুভ তৎপরতা চালাচ্ছে। আমি ব্যবস্থা নিচ্ছি। তাদের খুঁজে বের করব।’

ভর্তি পরীক্ষা বাতিল হবে কিনা?

পরীক্ষা বাতিলের তো প্রশ্নই ওঠে না। প্রশ্ন আউট হয়েছে পরীক্ষার পর। তাই পরীক্ষা বাতিলের দাবি গ্রহণযোগ্য নয়। আমরা বরং এই জালিয়াত অশুভ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যারা অপপ্রচার চালিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়, তাদের ধরতে আমরা কাজ করছি। তাদের চিহ্নিত করা হবে।

তাহলে আপনি বলতে চাচ্ছেন প্রশ্নপত্র ফাঁস হয়নি?

প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ আমরা পাইনি। আমি দুপুর দু’টার আগে কিছু জানিনি। অতএব বোঝা গেলো, প্রশ্নপত্র ফাঁসের তথ্য বস্তুনিষ্ঠ নয়। এটা অশুভ তৎপরতা। দু’টার আগে তথ্যবহুল বস্তুনিষ্ঠ কোনও তথ্য পাইনি। দু’টার সময় জানলাম, এই তথ্যগুলো। সুতরাং অনেক ধরনের অশুভ চক্রের তৎপরতা থাকতে পারে। কাল (বৃহস্পতিবার) রাতেও আমরা একটা গ্রুপকে ধরে ফেলেছি। এই অশুভ চক্রটিকেও আমরা ধরে ফেলব। তারা নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে। আমরা তথ্য দিয়ে দিয়েছি। কাজ চলছে। তাদের ধরে ফেলা হবে।  

<>

আরও পড়ুন:

ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ১২ জনকে কারাদণ্ড

প্রশ্নপত্র ফাঁস: ঢাবির ‘ঘ’ ইউনিটে ফের পরীক্ষা চান ভর্তিচ্ছুরা 

ঢাবিতে ফাঁস হওয়া প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা!  

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন