X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

রেইনট্রি হোটেলে ধর্ষণ: পুলিশি নিরাপত্তা চান না মামলার এক বাদী

রাফসান জানি
২০ অক্টোবর ২০১৭, ২২:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২২:২২

বনানীতে ধর্ষণ মামলার পাঁচ আসামি

পুলিশের নিরাপত্তা তুলে নেওয়ার আবেদন করেছেন বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় দায়ের করা  মামলার এক বাদী। অন্যদিকে, এই মামলার প্রধান আসামি সাফাতের সাবেক স্ত্রী ফারিয়া মাহবুব পিয়াসার বিরুদ্ধে বাদীদের হুমকি ও মামলা নিষ্পত্তি করতে চাপ দেওয়ার অভিযোগে উঠেছে। মামলার অন্য বাদী পিয়াসার বিরুদ্ধে এ বিষয়ে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাদীদের নিরাপত্তার জন্য দু’জনকেই পুলিশি সিকিউরিটি দেওয়া হয়েছিল। কিন্তু একজন বাদী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তার সিকিউরিটি তুলে নেওয়ার আবেদন করেছেন। আমরা এখনও কারও সিকিউরিটি তুলে নেইনি। পুলিশ প্রত্যাহার করে নেওয়ার আবেদনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই সিদ্ধান্ত দেবেন।’

তিনি আরও  বলেন, ‘মামলার অন্য বাদী বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেছেন। এতে তিনি অভিযোগ করেন, সাফাতের সাবেক স্ত্রী পিয়াসা মামলা মিমাংসার জন্য বিভিন্ন ফোন নম্বর থেকে তাকে হুমকি দিচ্ছেন।’

এ বিষয়ে ফারিয়া মাহবুব পিয়াসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি ভিকটিমদের (ধর্ষণের শিকার তরুণীদের) কোনও হুমকি দেইনি। ও (মামলার এক বাদী) বিভিন্নভাবে নাটক করছে। এমনকি আমার কাছে তাদের কোনও ফোন নম্বরও নাই।’ 

মামলার বাদীদের একজনের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘ও ফাঁদে ফেলে সাফাতকে বিয়ে করতে চেয়েছিল। তাতে সে সফল হতে পারেনি। এখন আমার নামে অপপ্রচার চালাচ্ছে। এসব অভিযোগ মিথ্যা।’

প্রসঙ্গত, ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে তাদের নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও তার বন্ধু নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। ধর্ষণ মামলার আসামিরা হলো- আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমদ, তার বন্ধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ই-মেকার্সের মালিক নাঈম আশরাফ ও   হোটেল পিকাসোর মালিকের ছেলে সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল এবং দেহরক্ষী আবুল কালাম আজাদ।

বনানী থানার পুলিশ প্রথমে মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ করেন দুই তরুণী।

এই ধর্ষণ মামলায় সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সময় আসামিরা কে কী ভূমিকায় ছিল চার্জশিটে তা উল্লেখ করা হয়েছে। গত ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম দেলোয়ার হোসেনের আদালতে এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ইসমত আরা এমি।

মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানান, রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাফাত আহমেদ মামলার বাদীকে ধর্ষণ করে। এসময় ধর্ষণের চিত্র ভিডিও ধারণের কথা বলে তাকে ব্ল্যাকমেইলেরও চেষ্টা করে সে। এছাড়া,মামলার দুই নম্বর আসামি নাঈম আশরাফ ওরফে আব্দুল হালিম বাদীর বান্ধবীকে একাধিকবার ধর্ষণ করে। নাঈম আশরাফও বাদীর বান্ধবীকে ব্ল্যাকমেইলের চেষ্টা করে।

এজাহারভুক্ত অন্য তিন আসামি সাফাতের বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদ রাতভর ধর্ষণে সাফাত ও নাঈমকে বিভিন্নভাবে সহযোগিতা করে।

আরও পড়ুন: 


বনানীতে ধর্ষণ মামলায় ৫ জনের বিরুদ্ধে চার্জশিট

বনানীতে ধর্ষণ ঘটনায় ৫ আসামির কার কী ভূমিকা ছিল

/আরজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক