X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবির প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছাত্রলীগ নেতা বহিষ্কার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৭, ২৩:১১আপডেট : ২০ অক্টোবর ২০১৭, ২৩:৩০


ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে  ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। শুক্রবার ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগরত রাতে প্রশ্নপত্র ফাঁসের জঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করে সিআইডি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, মহিউদ্দিন রানাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।’

এর আগে পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে সিআইডি অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি টিম ও  ঢাবি প্রশাসন যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে এপ্লাইড ক্যামিস্ট্রির ৩য় বর্ষের ছাত্র  আব্দুল্লাহ আল মামুন, শহীদুল্লাহ হল থেকে ফিজিক্স বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মহিউদ্দিন রানাকে আটক করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল থেকে পরীক্ষার্থী  ইশরাক আহমেদ রাফীকে আটক করে সিআইডি। 

রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘আটককৃতদের কাছে মাস্টারকার্ডের মতো দেখতে ইলেক্ট্রিক ডিভাইস পাওয়া গেছে। সঙ্গে রয়েছে ছোট এয়ারপিস। যা কানে লাগিয়ে ইলেক্ট্রিক ডিভাইসের সঙ্গে কানেক্ট করা হয়। ফলে এই ডিভাইস দিয়ে অনায়াসে বাইরে যোগাযোগ করা সম্ভব হয়।  প্রশ্নে সেট কোড জানার পর বাইরে থেকে জালিয়াত চক্রের সদস্যরা উত্তর বলে দেয়। তা শুনে শুনে উত্তরপত্র পূরণ করে পরীক্ষার্থীরা।’ তিনি আরও বলেন, ‘জালিয়াতির পর চুক্তি অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে দুই থেকে পাঁচ লাখ টাকা জালিয়াতদের দিতে হয়। এই জালিয়াতির সঙ্গে আরও যারা জড়িত আছে, তাদের খুঁজে বের করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিভিন্ন কেন্দ্র থেকে ১২ পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে দায় স্বীকার করায় তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় এবার আটক হয়েছে দুই মধ্যস্থতাকারী। তাদের বিরুদ্ধে মামলা করবে সিআইডি। 

প্রসঙ্গত, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫৩টি ও ক্যাম্পাসের বাইরে রাজধানীর ৩৩টি স্কুল-কলেজসহ মোট ৮৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ১ হাজার ৬১০টি (বিজ্ঞানে-১১৪৭টি, বিজনেস স্টাডিজে-৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৮ হাজার ৫৪ জন।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!