X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ব্যারিস্টার না হয়েও ব্যারিস্টার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৮:৩০আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৪:১৩

 

পারভেজ আহমেদ নিজের নামের আগে ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী- এই মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ করে থাকেন অ্যাডভোকেট পারভেজ আহমেদ। এধরনের পেশাগত অসদাচরণ প্রমাণ হওয়ায় তাকে আইন পেশা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ বার কাউন্সিল। সোমবার (২৩ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বার কাউন্সিল ট্রাইব্যুনালের বেঞ্চ অফিসার কামনাশীষ রায় স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদ, বাবা: জাবেদ আলীর বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন পেশা হতে তাকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর দেওয়া অভিযোগ ও নথি পর্যালোচনা করে এবং বাদীর সাক্ষ্যগ্রহণ করে পেশাগত অসদাচরণের অভিযোগের ভিত্তিতে বার কাউন্সিলের এক নম্বর ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. ইয়াহিয়ার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাকে স্থায়ীভাবে অপসারণের আদেশ দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ভিন্ন আরেকটি মামলায় গত ৭ অক্টোবর তাকে ১০ বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারোয়ার হোসেনের অভিযোগে বলা হয়, পারভেজ আহমেদ ব্যারিস্টার (বার অ্যাট ল) ডিগ্রি অর্জন না করে এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অনর্ভুক্ত না হওয়া সত্ত্বেও নিজেকে ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে মিথ্যা পরিচয় দেন। তিনি এই পরিচয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অংশ গ্রহণ করে জন সাধারণের সঙ্গে প্রতারণা করে আসছেন। টেলিভিশনের টকশোতে ভুয়া পরিচয়ে  অংশ নিয়ে একজন আইনজীবী হিসেবে পারভেজ আহমেদ অসদাচরণ করেছেন। এর মাধ্যমে তিনি আইনজীবী সমাজের সুনাম নষ্ট করেছেন।

অভিযোগকারী ব্যারিস্টার এম সারোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা আইনজীবী সমিতির সদস্য পারভেজ আহমেদ দীর্ঘ দিন ধরেই নিজেকে ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। এমনকি তিনি এসব পদ ব্যবহার করে ভিজিটিং কার্ডও করেছেন। এসব কাজ না করতে তাকে অনুরোধ করা হলেও তিনি তা আমলে নেননি। এ কারণে সচেতন একজন নাগরিক হিসেবে আমি নৈতিকতার জায়গা থেকে তার বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ দায়ের করেছি। বার কাউন্সিল আমার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে তাকে স্থায়ীভাবে অপসারণ করেছে।

এসব অভিযোগের বিষয়ে জানতে পারভেজ আহমেদের মুঠো ফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

 

/এজেডকে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা