X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফের বাংলাদেশ ব্যাংকে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৭, ১৯:১৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২৩:০৯

বাংলাদেশ ব্যাংকে আগুন, ২৩ মার্চের ছবি আবারও বাংলাদেশ ব্যাংকে আগুন লেগেছে। তবে এতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ৩০ তলা ভবনের ১৮তম তলায় এই আগুন লাগার ঘটনা ঘটে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র, নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘৩০ তলা ভবনের ১৮ তলায় লিফটের মেরামতের কাজ করার সময় কাগজ থেকে আগুন লাগে। ৩০ সেকেন্ডের মধ্যেই লিফটে থাকা লোকেরাই আগুন নিভিয়ে ফেলে।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংক ভবন সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ভবনটির কোনও কক্ষে আগুন লাগেনি বা তেমন কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। শুভঙ্কর সাহা জানান, লিফটের ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। তা থেকেই আগুন ধরে যায়। এতে লিফটের মধ্যে থাকা কাপড়ের কিছু অংশ পুড়ে গেছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের বাইরে সবসময় একটি গাড়ি টহলে থাকে। সেই ইউনিটের সঙ্গে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট সেখানে আগুন নেভাতে যায়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম। তিনি বলেন, ‘তেমন বড় কোনও আগুন নয়। লিফট মেরামতের সময় সামান্য আগুন লেগেছিল।’
এর আগে চলতি বছরের ২৩ মার্চ বাংলাদেশ ব্যাংক ভবনে ভয়াবহ আগুন লাগে। ভবনের ১৩ তলায় লাগা আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এসময় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ১০-১৫ শতাংশ পুড়ে যায়। গত বছরের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চুরির ঘটনার সঙ্গেও এর কোনও যোগসূত্র রয়েছে কিনা, সে প্রশ্নও ওঠে এই সময়। রিজার্ভ চুরির ঘটনাটি যেমন তিন দিনের সরকারি ছুটির সুযোগ নিয়ে হয়েছিল, ২৩ মার্চের আগুন লাগার পরের তিন দিনও তেমন সরকারি ছুটি ছিল

/জিএম/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা