X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তামাকবিরোধীদের প্রতিবাদে বুয়েটে ‘ব্যাটেল অব মাইন্ড ২০১৭’ এর রোড শো বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৭, ২০:০৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২০:০৭

তামাকবিরোধীদের দাবির মুখে ‘ব্যাটেল অব মাইন্ড ২০১৭’ এর ক্যাম্পাসভিত্তিক রোড শো অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বিএটিবি ২০০৪ সাল থেকে মূলত ব্রান্ড প্রমোশন, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট করা এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করে, বলে অভিযোগ তামাকবিরোধীদের।

তামাকবিরোধী সংগঠনসমূহের মানববন্ধন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞানের (প্রজ্ঞা) নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে জানানো হয়, তামাকবিরোধী সংগঠন প্রত্যাশা, এইড ফাউন্ডেশন, একলাব, ডব্লিউবিবি ট্রাস্ট, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস, বাংলাদেশ তামাকবিরোধী জোট, তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ), ঢাকা আহছানিয়া মিশন, টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেল (টিসিআরসি) এবং প্রজ্ঞা রোড শো বন্ধে বুয়েট প্রাঙ্গণে বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

এর আগে, গত ৩ অক্টোবর টোব্যাকো ইন্ডাস্ট্রি ওয়াচ বিডি টিম ‘ব্যাটেল অব মাইন্ড ২০১৭’ আয়োজনের বিষয়টি উন্মোচন করে গণমাধ্যমসহ সকল তামাকবিরোধী প্রতিষ্ঠানের কাছে একটি সতর্কবার্তা প্রেরণ করে প্রজ্ঞা। কর্মসংস্থানের অজুহাতে প্রতিবছরের মতো গত ১০ অক্টোবর থেকে ‘ব্যাটল অব মাইন্ড ২০১৭’ আয়োজন শুরু করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। প্রতিযোগিতার অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের প্রচারণামূলক রোড শো আয়োজনের উদ্যোগ নিয়েছিলো বিএটিবি।

উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (সংশোধিত ২০১৩) এর ৫(গ) ধারায় তামাক কোম্পানির নাম, সাইন, ট্রেডমার্ক, প্রতীক ব্যবহার করে এ ধরনের কোনও প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যয়ভার বহন ও পুরস্কার প্রদান সম্পূর্ণ নিষিদ্ধ।

/এসআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
মুগদায় উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
তাপপ্রবাহে স্বাস্থ্য অধিদফতরের ৮ নির্দেশনা
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক ডাল রান্না করবেন যেভাবে
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সিলেটে পৌঁছেছে ভারতীয় দল
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা