X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘পর্যটন খাতে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ বেশি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ০৩:২৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ০৩:২৯

বক্তব্য রাখছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন পর্যটন ও হসপিটালিটি খাতের বিভিন্ন ক্ষেত্রে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বেশি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার (২৮ অক্টোবর) রাতে রাজধানীর খিলক্ষেতে একটি হোটেলে ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল’ আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘ইতোমধ্যে সরকার প্রতিবন্ধীদের কল্যাণে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে।বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। আমরা যাদের ডিজেবল বলে অবহিত করি,তারা অনেক ধরনের অধিকার ভোগ করতে পারছে না। সরকার প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে আইন করেছে। বাজেটেও বরাদ্দ বেড়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোর নকশা প্রতিবন্ধীবান্ধব করা হয়েছে।’

রাশেদ খান মেনন বলেন, ‘প্রতিবন্ধীদেরও মূল জনশক্তির সঙ্গে এগিয়ে নিয়ে আসতে হবে। টেকসই উন্নয়নের জন্য সব শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে। পর্যটন ও হসপিটালিটি খাতের বিভিন্ন ক্ষেত্রে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ বেশি রয়েছে। তারা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ দিয়ে এগিয়ে নিতে হবে।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা চাকরিদাতা প্রতিষ্ঠানের জন্য পুরোপুরি দাতব্য কর্মসূচি নয়। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীরাও নিষ্ঠাবান কর্মী হয়ে ওঠে, তারাও দক্ষতার সঙ্গে কাজে অংশ নেয়। সরকার প্রতিবন্ধীদের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের দক্ষতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও ) ‘বি’ সেপ প্রকল্পের চিফ টেনিক্যাল অ্যাডভাইজার কিশোর কুমার সিংহ, ভারতের লেমন ট্রি হোটেলের জেনারেল ম্যানেজার  আর  হারি, পিএফডিএ ভোকেশনাল  ট্রেনিং সেন্টার ট্রাস্টের চেয়ারম্যান সানজিদা রহমান ড্যানী প্রমুখ।

 

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা