X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমসিকিউ বাতিল চায় ইউজিসি

রশিদ আল রুহানী
৩১ অক্টোবর ২০১৭, ২৩:৩১আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২৩:৩৭

ইউজিসি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতির কারণে প্রশ্নপত্র ফাঁস সহজ হচ্ছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই হয় না বলেও মনে করে সংস্থাটি। এই পর্যবেক্ষণ থেকে এমসিকিউ প্রশ্নপত্র পদ্ধতি বাতিলসহ উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন আনার সুপারিশ করতে যাচ্ছে ইউজিসি। ডিসেম্বরের মধ্যে সুপারিশমালা চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে হস্তান্তর  করা হবে।

উচ্চশিক্ষার মানোন্নয়নে নিবিড় পর্যবেক্ষণ থেকে ইউজিসি প্রতিবছর বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্রপতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ পেশ করে। রাষ্ট্রপতি সুপারিশগুলো বিবেচনা করে তা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় ২০১৬ শিক্ষাবর্ষের বার্ষিক প্রতিবেদনে এসব সুপারিশ করতে যাচ্ছে ইউজিসি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনা পুরো শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। এতে উচ্চশিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করে ইউজিসি।  

এ কারণেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বর্তমান এমসিকিউ পদ্ধতি বাতিল করে লিখিত পরীক্ষা নেওয়ার সুপারিশ করতে যাচ্ছে ইউজিসি। এছাড়া, মেডিক্যাল কলেজের আদলে গুচ্ছ বা সমন্বিত পদ্ধতিতে সব সাধারণ ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের সুপারিশও করা হবে। ইতোমধ্যে সুপারিশমালার খসড়া তৈরি করা হয়েছে। ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির হাতে তা তুলে দেওয়া হবে।

অন্যান্য সুপারিশের মধ্যে থাকছে,সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসন, দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, সিনিয়র শিক্ষকদের ছুটিকালীন অবকাশে সংকটপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে অন্য বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক দিয়ে পাঠদানের ব্যবস্থা, শিক্ষাবিদদের নিজ বিশ্ববিদ্যালয়ের লেকচার মাল্টিসিস্টেমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রচারের ব্যবস্থা, ইউডিএলের (ইউনিভার্সিটি ডিজিটাল লাইব্রেরি) মাধ্যমে দেশের সব বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন,ই-জার্নাল ও ই-বুক প্রযুক্তি সহজকরণের সুপারিশ করা হচ্ছে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এমসিকিউ প্রশ্নপত্র পদ্ধতিতে প্রকৃত মেধা যাচাই হয় না। এছাড়া, ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো নানা রকম অনিয়ম ও জালিয়াতির অভিযোগ রয়েছে। ফলে এই পদ্ধতি বন্ধে প্রশ্নপত্র পদ্ধতির পরিবর্তন প্রয়োজন। এটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এমসিকিউ পদ্ধতি সম্পূর্ণভাবে বন্ধ করতে না পারলেও কিছু রেখে বাকিটা অ্যানালিটিক্যাল লিখিত প্রশ্ন রাখা যেতে পারে বলে প্রস্তাব করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ বা সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের প্রস্তাব আগেও ছিল, এখনও সেটা আছে।‘

/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?