X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিশুদের অপুষ্টির প্রধান কারণ কৃমি সংক্রমণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ২০:৪৯আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২০:৪৯

কৃমি মানুষের পেটে পরজীবী হিসেবে বাস করে এবং খাবারের পুষ্টিটুকু খেয়ে ফেলে। যার কারণে শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে পুষ্টিহীনতায় ভোগে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ‘ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম’ এর আওতায় ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ নভেম্বর- ২০১৭’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান তারা।

স্বাস্থ্য অধিদফতরের সভা কক্ষে মতবিনিময় সভা মতবিনিময় সভায় তারা বলেন, ‘কৃমি মানুষের অন্ত্র থেকে রক্ত শোষণ করে, যার ফলে শিশুরা রক্ত শূন্যতায় ভোগে। কৃমি বদহজম, ডায়রিয়া ও শ্বাসকষ্ট সৃষ্টি করে। এমনকি কৃমির অতিশয় সংক্রমণ মৃত্যুর কারণও হতে পারে’

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘কৃমিতে আক্রান্ত শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত ঘটায়। তাদের শিখনক্ষমতা হ্রাস পায়, ক্লাসে তারা মনোযোগী হতে পারে না। যে কারণে তাদের অন্যান্য কাজও বাধাগ্রস্ত হয়, স্বাভাবিক কাজকর্মেও ব্যাঘাত ঘটে।’

প্রসঙ্গত, আগামী ৪ নভেম্বর থেকে দেশে ১৯তম রাউন্ড কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হচ্ছে। এর মধ্যে, প্রথম ধাপে ৪ থেকে ৯ নভেম্বর দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১২ বছর বয়সী সব শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। দ্বিতীয় ধাপে, ১৬ থেকে ২৩ নভেম্বর দেশের সব মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. সানিয়া তহমিনা জানান, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদযাপন করার লক্ষ্য হচ্ছে, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সবপ্রকার শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের ৫ থেকে ১৬ বছর বয়সী সকল (স্কুলগামী, স্কুল বর্হিভূত, স্কুল থেকে ঝরে পড়া) শিশুকে কৃমিনাশক ওষুধ বিনামূল্যে খাওয়ানো।

/জেএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা