X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘খুন করতে চাইনি, যেভাবে মেরেছিল সেভাবে মেরে শিক্ষা দিতে চেয়েছিলাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ২৩:৫০আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০০:০০

মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিন

‘খুন করার কোনও ইচ্ছে ছিল না। মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ এমাজউদ্দিনকে শিক্ষা দিতে গিয়ে মারধর করার সময় সে খুন হয়ে গেছে।’ আদালতের কাছে এ কথা স্বীকার করেছেন এ হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেফতার হওয়া আসিফ শিকদার।বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতে পুলিশ তাকে উপস্থিত করে রিমান্ডের আবেদন করলে  শুনানিতেই ঘটনা স্বীকার করেছে আসিফ। এসময় আদালতের বিচারক মাহমুদা আক্তার আসিফকে তিন দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত ৬ নভেম্বর বাড্ডায় ছুরিকাঘাতে নিহত হন মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র নাসিম। ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার ভোরে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় নাসিম হত্যা মামলার প্রধান আসামি আসিফকে।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত আসিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই  এসএম কামরুল হাসান বিকালে আসিফকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আসিফের পক্ষে কোনও আইনজীবী না থাকায় বিচারক জানতে চান, আদালতকে তার কিছু বলার আছে কিনা।এরপর সে ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে আদালতকে বলেন,ঘটনার আগের দিন তিনি এলাকায় ক্যারম খেলে ফিরে আসার সময় নাসিমসহ তিনজন মাতাল অবস্থায় তাকে মারধর করে। এ ঘটনার শোধ নিতে পরদিন সকালে তিনি বাসা থেকে বের হন।আসিফ জানায়,‘তাকে খুন করার ইচ্ছা আমার ছিল না। সে আমাকে যেভাবে মেরেছে, সেভাবে মেরে আমি তাকে শিক্ষা দিতে চেয়েছিলাম।’

 

/ইউআই/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা