X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লেকহেড স্কুল বন্ধে দৃঢ় অবস্থানে শিক্ষা মন্ত্রণালয়

এস এম আববাস
১৬ নভেম্বর ২০১৭, ০০:২৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ০০:৩১

লেকহেড স্কুল রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল লেকহেড বন্ধে দৃঢ় অবস্থানে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্পষ্ট বক্তব্য, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধে আইনি লড়াই চালিয়ে যেতেও সব প্রস্তুতি রয়েছে মন্ত্রণালয়ের। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় বলছে, রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুল লেকহেড বন্ধ করা হয়েছিল দুটি সংস্থার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে। জঙ্গি সম্পৃক্ততা, ধানমন্ডি শাখার অনুমোদন না থাকা এবং দেশি সংস্কৃতিকে পাত্তা না দেওয়ার কারণেই স্কুলটির সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, স্কুল কর্তৃপক্ষের জঙ্গি কানেকশন রয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এমন প্রতিবেদন পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ে। প্রতিবেদনে স্কুলটি বন্ধের সুপারিশও করা হয়। ওই প্রতিবেদন পাওয়ার পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডকে দিয়ে আবার তদন্ত করায় শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা বোর্ডের ওই তদন্তে ওঠে আসে স্কুলটির ধানমন্ডি শাখার অনুমোদন নেই। এছাড়া প্রতিবেদনে উঠে আসে দেশীয় সংস্কৃতি ও দেশীয় আইন-কানুন মেনে স্কুলটি পরিচালিত হচ্ছে না। এরপর শিক্ষা মন্ত্রণালয় (৬ নভেম্বর) স্কুলটি বন্ধের নির্দেশ দেয়।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রলণালয়ের যুগ্মসচিব সালমা জাহান (মাধ্যমিক-২) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে লেকহেড স্কুলের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে স্পষ্ট বক্তব্য রয়েছে। শিক্ষা বোর্ডের তদন্তে এর প্রমাণও মিলেছে। প্রতিষ্ঠানটির ধানমন্ডি শাখার কোনও অনুমোদন নেই। স্কুল পরিচালনায় দেশীয় সংস্কৃতি ও নিয়ম কানুন মানা হয় না। সেসব কারণে স্কুলের দুটি শাখা বন্ধের নির্দেশ দেওয়া হয়। চব্বিশ ঘণ্টার মধ্যে স্কুলটি খুলে দিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার জজ তা স্থগিত করেছেন। উচ্চ আদালতে এ বিষয়ে মামলা চলবে। আর মামলাটি লড়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।’

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, স্কুলটির একটি শাখার অনুমোদন নেই। তাদের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। দেশীয় সংস্কৃতি ও নিয়ম-কানুন না মেনেই প্রতিষ্ঠানটি পরিচালনা হচ্ছে।

তবে বন্ধ হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্য স্কুলে ভর্তির বিষয়ে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছিলেন তিনি।

মন্ত্রণালয়ের যুগ্মসচিব সালমা জাহান (বেসরকারি বিদ্যালয়) স্বাক্ষরিত গত ৬ নভেম্বরের আদেশে বলা হয়, ‘লেকহেড প্রতিষ্ঠানটির মন্ত্রণালয়ের অনুমোদন নেই এবং এটি ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত। উক্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এই আদেশের পরদিন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী লেকহেড স্কুলের দুটি শাখা বন্ধ করে দেন।

এরপর গত ৯ নভেম্বর ওই স্কুল বন্ধে মন্ত্রণালয়ের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে স্কুলের মালিক খালেদ হাসান মতিন ও ১২ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে দুটি রিট দায়ের করা হয়।

গত ৯ নভেম্বর রিটের শুনানি শেষে হাইকোর্ট বেঞ্চ লেকহেড স্কুল বন্ধের আদেশ কেন অবৈধ নয় জানতে চান। গত ১৪ নভেম্বর মঙ্গলবার আদালত ২৪ ঘণ্টার মধ্যে স্কুল খুলে দেওয়ার নির্দেশ দেন। তবে বুধবার সরকার পক্ষের আবেদন পরিপ্রেক্ষিতে (১৫ নভেম্বর) হাইকোর্টের এই আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতির আদালত। এই আদেশের পর রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠনটির দুটি শাখায় বন্ধই থাকছে এমনটি জানিয়েছেন আইনজীবীরা।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন,‘হাইকোর্টের আদেশ চেম্বার বিচারপতির আদালতে স্থগিত হয়েছে। এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলটির সব কার্যক্রম বন্ধ থাকবে।’

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা