X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

তাবলিগ-জামাতের সংকট নিরসনে এগিয়ে এলেন কওমি আলেমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৬:১২আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৬:৩৩

কাকরাইল মসজিদ (ছবি: সংগৃহীত) বাংলাদেশের তাবলিগ-জামাতের মজলিশে শূরা সদস্য ও ফায়সাল (আমির) সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও হাফেজ মাওলানা জুবায়েরের গ্রুপের বিরোধের জেরে অস্থিরতা চলছে। এ সংকট নিরসনে প্রথমবারের মতো তাবলিগ-জামাতের পরামর্শক ও উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে পাঁচ জন কওমি আলেমকে। এছাড়া নেওয়া হয়েছে পাঁচটি সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে এই পরামর্শ সভা। রাজধানীর যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রাসায় বৈঠকে ছিলেন কাকরাইল মারকাজের শূরার ১০ সদস্য ও কওমি আলেমদের পাঁচ জন প্রতিনিধি।

বৈঠকে তাবলিগ জামাতের সংকট নিরসনে ও নিরপেক্ষ ধর্ম প্রচারে দীর্ঘ আলোচনা হয়। এরপর সভায় নেওয়া সিদ্ধান্তগুলো গণমাধ্যমের সামনে উপস্থাপন করেন মাওলানা মাহমূদুল হাসান।

বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো হলো— ১.কাকরাইল মারকাজের সব বিষয়ে শূরার বৈঠকে নেওয়া হবে সিদ্ধান্ত। ২.দৈনন্দিন সাধারণ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে মুকিমরাও (কাকরাইলে স্থায়ীভাবে অবস্থানরত) শূরার বৈঠকে থাকতে পারবেন। ৩. বিশেষ তিনটি বিষয়ে (ক) কোনও ব্যক্তি সম্পর্কে পরামর্শ (খ) অর্থনৈতিক বিষয়ক পরামর্শ (গ) সরকারের সঙ্গে যোগাযোগ ও আলোচনা সংক্রান্ত পরামর্শ অথবা এ ধরনের কোনও গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সাময়িক বিষয়ে পরামর্শের সময় শূরার সদস্য ব্যতীত মুকিম বা অন্য কেউ থাকতে পারবেন না। ৪. কাকরাইলে আহলে শূরা পাঁচ জন আলেমকে নিজেদের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসেবে গ্রহণ করেবেন।

মনোনীত পাঁচ জন হচ্ছেন— আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আশরাফ আলী, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম ও গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদের খতিব আল্লামা মাহমূদুল হাসান, শোলাকিয়া ঈদগাহের খতিব আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল কুদ্দুছ, মারকাজুদ দাওয়াহ বাংলাদেশের আমীনুত তালীম মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক।

বৃহস্পতিবারের বৈঠকে ছিলেন তাবলিগ-জামাতের ১০ জন শীর্ষ দায়িত্বশীল নেতা। তারা হলেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা রবিউল হক, মাওলানা মোহাম্মদ হোছাইন, মাওলানা ফারুক, খান শাহাবউদ্দীন নাসিম, মাওলানা ওমর ফারুক, মাওলানা মোশাররফ হোসেন, মুহাম্মাদ ইউনুছ শিকদার ও শেখ নূর মুহাম্মদ।

অন্যদিকে কওমি আলেমদের মধ্যে ছিলেন পাঁচ জন। তারা হলেন— কওমি মাদ্রাসার সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা আল হাইয়াতুল উলইয়ালিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আশরাফ আলী, জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদ্রসারা মুহতামিম ও গুলশান সেন্ট্রাল (আজাদ) মসজিদের খতিব মাহমূদুল হাসান, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুছ, শোলাকিয়া ঈদ গাহের খতিব ফরীদ উদ্দিন মাসউদের প্রতিনিধি মুফতি মুহাম্মদ আলী, মারকাজুদ দাওয়াহ বাংলাদেশের আমিনুত তালীম মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক।

এর আগে গত ২৯ অক্টোবর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কওমি আলেমরা তাবলিগের সংকট নিরসনে আলোচনা করেন। এ নিয়ে বৈঠকে বসার পরামর্শ দেন মন্ত্রী। সেই অনুযায়ী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ১৪ নভেম্বর সকালে বিভিন্ন বিষয় নিয়ে তাবলিগ-জামাতের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয় কাকরাইল মসজিদে। এরপর তা রূপ নেয় সংঘর্ষ ও ভাঙচুরে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
আরও পড়ুন-

তাবলিগ জামাতে ফের অস্থিরতা


যে কারণে তাবলিগ-জামাতের দুই গ্রুপে সংঘর্ষ

কাকরাইলে তাবলিগ জামাতের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক