X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ফ্লাইট বাতিলের জেরে নভোএয়ারের কাউন্টারে ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৭, ১৮:৫৭

নভোএয়ার ঢাকা থেকে সৈয়দপুরগামী একটি ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের তোপের মুখে পড়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা নভোএয়ার। হযরত শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। এসময় তারা নভোএয়ারের কাউন্টারে ভাঙচুর করেন। এমনকি যাত্রীদের তোপের মুখে পড়েন এয়ারলাইন্সটির কর্মকর্তারাও। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে নভোএয়ারের ফ্লাইটি সৈয়দপুরে যাওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়তে দেরি হওয়ায় বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। অভ্যন্তরীণ টার্মিনালে অপেক্ষা করার পরও তাদের সঠিক কোনও তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। জানা যায়, সৈয়দপুর ব্যতীত অন্য রুটের ফ্লাইটের কার্যক্রম পরিচালনায় বাধা দেন ক্ষুব্ধ যাত্রীরা। এরপর ঘটনাস্থলে গিয়ে আর্মড পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাতিল হওয়া ওই ফ্লাইটের যাত্রী ছিলেন ফামি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বোডিং কার্ড ইস্যু করার পর নভোএয়ারের লোকজন জানান, ফ্লাইটটি যাবে না- বাতিল করা হয়েছে। শুরুতে তারা জানাননি কেন বাতিল করা হলো। এতে অনেক  যাত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। কেউ কেউ কাউন্টারে গিয়ে ভাঙচুর করেন।’

এ প্রসেঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এএপিবিএন) সহকারী পুলিশ সুপার (এসপি)  তারিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘যান্ত্রিক ত্রুটির কারণে  নভোএয়ার ফ্লাইট বাতিল করে। কিন্তু যাত্রীরা এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তবে যাত্রীদের পরের দিনের (শুক্রবারের) ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে রাতে হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।’

আরও পড়ুন: 

প্রশ্নফাঁসের জন্য শিক্ষকদের দায়ী করলেন শিক্ষামন্ত্রী

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি