X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘সরকারের উচিত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের উৎসাহিত করা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৬:২৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৬:২৩

‘দেশের ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং বিশ্বের অন্যান্য দেশের চেয়ে এখন দেশের শিক্ষার্থীরা ভালো ফলাফলও করছে। তাই সরকারের উচিত এই মাধ্যমের শিক্ষার্থীদের আরও উৎসাহিত করা।’ শনিবার সকালে দেশের ইংরেজি মাধ্যম স্কুল ‘একাডেমিয়া’ আয়োজিত ‘ও’ এবং ‘এ’ লেভেলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এসব কথা বলেন।

শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান একাডেমিয়া স্কুলের লালমাটিয়ার নিজস্ব ক্যাম্পাসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. এম ওমর রহমান বলেন, ‘এখন গ্লোবাল ভিলেজের যুগ। আমরা সবাই গ্লোবাল ভিলেজের সিটিজেন। তাই শুধু দেশের গণ্ডি নিয়ে চিন্তা করলে হবে না। ভালো ফলাফল করে উন্নত বিশ্বের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে।’

২০১৭ সালে বিশ্বব্যাপী ব্রিটিশ কারিকুলামে অনুষ্ঠিত হওয়া ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার ভালো ফলাফলের জন্য বাংলাদেশের একাডেমিয়া স্কুলের মোট ২০২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এর মধ্যে ‘ও’ লেভেল থেকে ১৪৮ জন এবং ‘এ’ লেভেল থেকে ৫৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া শিখে দেশের সুনাগরিক হওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে তৈরি হতে হবে। দেশীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ে দেশের তরুণ শিক্ষার্থীদের তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে হবে।’

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডেক্সেল-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাইদুর রহমান ও দক্ষিণ এশিয় অঞ্চলের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমিয়া স্কুলের অধ্যক্ষ অধ্যাপক ড. এম. মাহবুবুল হক।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি