X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নিখোঁজের ৮১ দিন পর বাড়ি ফিরলেন ব্যবসায়ী অনিরুদ্ধ রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৭:২৩

 

অনিরুদ্ধ রায় নিখোঁজ হওয়ার ৮১দিন পর বাড়ি ফিরেছেন ব্যবসায়ী অরিরুদ্ধ কুমার রায়। শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে তিনি বাড়ি ফিরেছেন। শনিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ব্যবসায়ী অনিরুদ্ধ রায়ের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২৭ আগস্ট বিকাল ৪টার দিকে গুলশানের ইউনিয়ন ব্যাংকের সামনে তার ব্যক্তিগত গাড়ি থেকে ডিবি পরিচয়ে তুলে নেয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।   

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে অনিরুদ্ধ রায়ের স্ত্রী শাশ্বতী রায় বাংলা ট্রিবিউনকে  বলেন,  ‘শুক্রবার খুব ভোরে বাসায় এসে তিনি  (অনিরুদ্ধ রায়) দরজায় নক করেছেন। তখনই আমরা তাকে দেখতে পাই। সঙ্গে কেউ ছিল না। তার শারীরিক অবস্থা ভালো। কাল থেকে হয়তো অফিস করবেন।’

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিভিন্ন মাধ্যমে ফিরে আসার খরব পেয়ে অনিরুদ্ধ রায়ের বাসায় খোঁজ নেই। তখন তারা জানিয়েছেন, তিনি বাড়ি ফিরেছেন।’

কারা তাকে ফিরিয়ে দিলো বা কেন তাকে অপহরণ করা হয়েছিল, এমন প্রশ্নের জবাবে গুলশান থানার ওসি বলেন, ‘আমরা তার (অনিরুদ্ধ রায়) সঙ্গে কথা বলব। তখন এসব বিষয়ে জানা যাবে।’

অনিরুদ্ধ রায়কে তুলে নেওয়ার পর থেকে তার স্বজন, মানবাধিকার সংগঠন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও অন্য সংগঠনগুলো তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়। 

প্রসঙ্গত, আরএমএম লেদার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ কুমার রায়কে ২০১৬ সালে বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল হিসেবে ঘোষণা করে বেলারুশ সরকার। এদিকে দেশে কর্মসংস্থান সৃষ্টি করায় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখায় বাংলাদেশ সরকারও তাকে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ব্যক্তিত্ব (সিআইপি) হিসেবে স্বীকৃতি দিয়েছে।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
দ্বিতীয় বিয়ের চার দিন পর বৃদ্ধকে হত্যা, দুই ছেলে পলাতক
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা