X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এমপি রানার জামিন আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৪:৩১আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৪:৩৮

আদালতে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানা ( ফাইল ছবি)

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্টে। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে রবিবার বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চ এই রায় দেন।

আদালতে রানার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন নুরুল ইসলাম সুজন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান।

পরে নজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালত এমপি রানার জামিনসংক্রান্ত রুল নিষ্পত্তি করে দিয়েছেন। তাকে জামিন দেওয়া হয়নি। এছাড়াও হাইকোর্ট এ মামলায় তিনটি পর্যবেক্ষণ দিয়েছেন।’

তিনটি পর্যবেক্ষণের বিষয়ে তিনি বলেন, আদালত ৬ মাসের মধ্যে বিচারিক আদালতে চলমান এ মামলাটি নিষ্পত্তি করতে বলেছেন। এই সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হলে তার জামিনের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। একইসঙ্গে তাকে নিয়মিত বিচারিক আদালতে হাজির করতে সংশ্লিষ্টদের আদেশ দিয়েছেন। 

এর আগে ১৩ এপ্রিল এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমপি রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এরপর গত ১৬ এপ্রিল তিন দিনের জন্য হাইকোর্টে দেওয়া রানার জামিন স্থগিত করেন চেম্বার আদালত।

আরও পড়ুন: আমি প্রতিহিংসার শিকার: চিঠিতে ব্যবসায়ী অনিরুদ্ধ

/বিআই/এসটি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ