X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

অভিজিৎ হত্যা মামলা: আদালতে দোষ স্বীকার জঙ্গি সায়মনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ২১:০৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২১:১৫

মোজাম্মেল হোসেন সায়মন ওরফে শাহরিয়ার লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার মোজাম্মেল হোসেন সায়মন ওরফে শাহরিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সায়মন জানায়, তার সংগঠনের অন্য জঙ্গিদের সহযোগিতায় অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সে সরাসরি জড়িত ছিল। রবিবার  ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সায়মন। এর আগে শনিবার (১৮ নভেম্বর) বিকালে রাজধানীর তুরাগের বাউনিয়ার বাদালদি এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, ‘তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনস্পেক্টর ফজলুর রহমান আসামি সায়মনকে আদালতে নিয়ে যান। সায়মন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।’

ডিসি মাসুদুর রহমান আরও জানান, ‘‘আসামি মোজাম্মেল হুসাইন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লা বাংলা টিম) ইনটেলিজেন্স ও মিডিয়া উইং-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করতো। এছাড়া সে ফেসবুক পেজ জঙ্গির সঙ্গে কথোপকথন,  বালাকট মিডিয়া, আল হিকমা মিডিয়া, অনুসন্ধিৎসু মিডিয়ার পরিচালনার দায়িত্বে ছিল।’’ তিনি আরও  বলেন, ‘সায়মন তার সংগঠনের অন্য জঙ্গিদের সহযোগিতায় অভিজিৎ রায় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে।’

আদালতে সায়মন আরও জানায়, তাদের সংগঠনের বড় ভাইয়ের (মেজর জিয়া) নির্দেশে ও পরিচালনায় এ হত্যাকাণ্ডে তারা অংশ নেয়। অভিজিতের হত্যাকারীদের ভিডিও ফুটেজে  প্রকাশিত আসামিদের অন্যতম ছিল সে। জুলহাস-তনয়, নিলয় ও দীপন হত্যাকাণ্ডসহ আনসার আল ইসলামের সব হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে সায়মন।’

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি একুশে বই মেলায় দুর্বৃত্তরা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক লেখক ও ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায়। দু’জনকে নির্মমভাবে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অভিজিৎ রায় মারা যান। অভিজিতের স্ত্রী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বর্তমানে আমেরিকায় বসবাস করছেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!