X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীর সেই প্রধান শিক্ষক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ২১:৩৭আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২১:৪৭

 

এনামুল কবির রিপন যাত্রাবাড়ীর ‘অগ্রদূত বিদ্যানিকেতন হাইস্কুল’-এর প্রধান শিক্ষক এনামুল কবির রিপনকে বরখাস্ত করেছে স্কুলটির ম্যানেজিং কমিটি। তার বিরুদ্ধে ছাত্রী, শিক্ষিকা ও অভিভাবকদের যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে বরখাস্ত করা হয়। শনিবার (১৮ নভেম্বর) ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বরখাস্তের সিদ্ধান্তটি জানানো হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর যাত্রাবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী, শিক্ষিকা ও অভিভাবকদের যৌন নির্যাতনের অভিযোগ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয় বাংলা ট্রিবিউন-এ।

ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মো. সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযোগ আসার পর আমরা তদন্ত কমিটি গঠন করেছি। ওই কমিটি তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়ায় তাকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে।’

ম্যানেজিং কমিটির পক্ষ থেকে দেওয়া বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, এনামুল কবির রিপনের  বিরুদ্ধে  শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকদের যৌন হয়রানি  ও দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করার জন্য ম্যানেজিং কমিটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হয়েছেন। স্কুলের সব শিক্ষক, শিক্ষিকা তার বিরুদ্ধে গত ২০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক, ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় সংসদ সদস্যের কাছে অনাস্থাপত্র দেন। এর পরিপ্রেক্ষিতে ‘নন গর্ভনমেন্ট সেকেন্ডারি স্কুল টিচার্স টার্ম অ্যান্ড কন্ডিশন অব সার্ভিস রেজ্যুলেশান ১৯৭৯ সেকশন’ অনুযায়ী এনামুল কবির রিপনকে চাকরি  থেকে  চূড়ান্ত বরখাস্ত করা হলো।’

স্কুলের তথ্য অনুযায়ী, মো. এনামুল কবির রিপন ‘অগ্রদূত বিদ্যানিকেতন হাইস্কুল’ ২০০৩ সালের ১৮ এপ্রিল যোগ দেন। ২০০৫ সালের ১ মে থেকে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালের ৩ মে থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসেন। এই বছর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার আগেও প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের সময় অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। তৎকালীন ম্যানেজিং কমিটি ২০১০ সালের ২৪ মে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশের লিখিত জবাবে ম্যানেজিং কমিটি সন্তুষ্ট না হওয়ায় ঘটনার তদন্তে ৩ সদস্যে কমিটি গঠন করা হয়। তদন্তে দোষী প্রমাণিত হওয়া চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তী সময়ে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়াসহ ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করা অঙ্গীকার করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে ওই সময় তাকে কাজ করার সুযোগ দেওয়া হয়।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া