X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিবাহ নিরোধ আইন যথাযথভাবে পালনের নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ০৬:১৭আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০৬:১৭

সুপ্রিম কোর্ট ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র বিশেষ বিধান যথাযথভাবে পালনের নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে স্বাক্ষর করেছেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন। এটি জারি হয়েছে রবিবার (১৯ নভেম্বর)।
সার্কুলারে জানানো হয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ দেশের সামগ্রিক আর্থসামাজিক প্রেক্ষাপটে প্রণীত একটি বিশেষ আইন। এতে অপ্রাপ্তবয়স্ক পুরুষ (২১ বছরের কম) ও মহিলার (১৮ বছরের কম) বিয়ে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের (সুপ্রিম কোর্ট) নজরে এসেছে, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র ১৯ ধারায় অপ্রাপ্তবয়স্কের বিয়ের আবেদন তদন্ত বা কার্যধারাগুলো অনুসন্ধান করা হয়নি। তা না করেই বাল্যবিবাহের অনুমতি দিয়েছেন কোনও কোনও আদালত। এতে করে ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে আইন প্রণয়নের উদ্দেশ্য। স্বার্থ বিঘ্নিত হচ্ছে অপ্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর। এটা কোনোভাবেই কাম্য নয়।
সার্কুলারে আরও বলা হয়েছে— বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭’র ১৯ ধারায় নিতান্তই ব্যতিক্রম হিসেবে কোনও বিশেষ প্রেক্ষাপট বিবেচনায় অপ্রাপ্তবয়স্কের সর্বোত্তম স্বার্থে, আদালতের নির্দেশ ও বাবা-মা কিংবা প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের সম্মতিক্রমে বাল্যবিবাহ অনুষ্ঠানের বিশেষ বিধান রয়েছে। এটি আইনের ব্যতিক্রম হিসেবে সর্বাবস্থায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রয়োগযোগ্য। আবার এই আইনের অধীনে কার্যধারা নিষ্পত্তির ক্ষেত্রে ঘটনার সত্যতা নিরূপণের জন্য আদালতকে এর ১৬ ধারায় সরেজমিনে তদন্ত করার এখতিয়ার দেওয়া হয়েছে।

বাল্যবিবাহ অনুষ্ঠানের অনুমতি দেওয়ার আগে অপ্রাপ্তবয়স্কের স্বার্থ রক্ষিত হওয়ার বিষয় নিয়ে সরেজমিনে তদন্ত বা বিচার বিভাগীয় অনুসন্ধান কার্যক্রমসহ সব বিধিবিধান যথাযথভাবে পালন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করেছেন আদালত।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!