X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি সক্ষমতা বাড়াতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ১৪:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৬:০৪

সিপিডি’র সংবাদ সম্মেলন বিশ্বের ৪৭টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ পরিস্থিতি সবচেয়ে নিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ( সিপিডি)। আগামী ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে এই পরিস্থিতি থেকে উত্তরণের বিকল্প নেই বলে মনে করে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠান।
বুধবার (২২ বুধবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিদ্যুৎ বিতরণ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এসব কথা বলেন সিপিডি’র নির্বাহী পরিচালক ডা. ফাহমিদা খাতুন।
সংবাদ সম্মেলনে আঙ্কটাডের প্রতিবেদন তুলে ধরে সিপিডি’র নির্বাহী পরিচালক বলেন, ‘এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে বিশ্বব্যাংক এশিয়ার স্বল্পন্নোত দেশগুলোকে বিদ্যুৎ ও জ্বালানী খাতে নিয়ে যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, সেই লক্ষ্যমাত্রার মধ্যে বিদ্যুৎ খাতে নেপাল ও ভুটানের অনেক অগ্রগতি হয়েছে। বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে তারা প্রায় লক্ষ্যমাত্রায় পৌঁছে গেছে। আবার লাওসের ক্ষেত্রেও লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে ২০৩০ সালের মধ্যে ১০ শতাংশেরও কম বিদ্যুৎ সংযোগ দিলেই চলবে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ।’
ডা. ফাহমিদা বলেন, ‘বাংলাদেশে এখনও যারা বিদ্যুতের আওতায় আসেনি, তাদের ৮০ শতাংশই গ্রামে বসবাস করেন। তাদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। গ্রামের মানুষের উন্নয়ন হলেই তা টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে। তাদের পেছেন রেখে যথার্থ উন্নয়ন সম্ভব না।’
এই অবস্থা থেকে উত্তরণের জন্য শিগগিরই জ্বালানি সক্ষমতা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে মত দেন সিপিডি’র নির্বাহী পরিচালক। এসডিজি অর্জনে ২০৩০ সালের মধ্যে প্রতিবছর কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশ হারে জ্বালানি সক্ষমতা বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে প্রতিবেদনটি তৈরিতে ২০১৪ সালের বিদ্যুৎপ্রাপ্তির তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে জানিয়ে ড. ফাহমিদা বলেন, ‘প্রতিবেদনে তিন বছর আগের তথ্য ব্যবহার করা হয়েছে। এই তিন বছরে বিদ্যুৎ খাতে অনেক উন্নতি হলেও বর্তমান পরিস্থিতির সঙ্গে এর খুব বেশি অসামাঞ্জস্য নেই।’

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
‘বিএনপি যে কোনও উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে’
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
ফেসবুকে নিজের সমালোচনা দেখে হাসি পায় সাকিবের
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না