X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

‘রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী লোকই গুম হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৭, ১৭:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৭, ২১:১৫

জায়েদুল আহসান পিন্টু

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, যারা গুম করছেন তারা অনেক স্মার্ট ও ক্ষমতাধরও বটে। তা না হলে এত সুন্দর করে কৌশলে গুম করা সম্ভব নয়। যারা রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী, কোনোভাবে মতাদর্শের সঙ্গে মিলছে না, এমন লোকই গুম হয়।

তিনি বলেন, ‘অনেকেই ফিরে এসেছেন, অনেকের মৃতদেহ পাওয়া গেছে। আবার অনেকের এখনও কোনও খোঁজও নেই। এসবের প্রতিটি তদন্ত ভারই পুলিশ পেয়েছে। তদন্তের একটা পর্যায়ে দেখা যায়, তদন্তের আর কোনও অগ্রগতি পাওয়া যায় না। এর মানে যে, পুলিশ পারে না- তা কিন্তু আমি বিশ্বাস করি না। কিন্তু এগুলো যে খুব কঠিন তাও না। কারণ, পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনেক কিছুর রহস্য বের করতে পারে।’

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউন আয়োজিত ‘গুম’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেছেন। 

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকির আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে।

জায়েদুল আহসান পিন্টু বলেন, ‘একটা পর্যায়ে গিয়ে পুলিশ আর কিছু বলতে চায় না। দায়সারা কথা বলে। বলে তদন্ত চলছে। কিন্তু ওই তদন্তের আর কোনও কূল কিনারা আলোর মুখ দেখে না। তারা সরাসরি বলে-তারা কিছু জানে না। কিন্ত গুম বিষয়টিতে তলিয়ে দেখলে বোঝা যায়, বিষয়টি একটি রাজনৈতিক সমস্যা।’ তিনি বলেন,‘রাষ্ট্রের দর্শন যদি থাকে, রাজনৈতিক ইচ্ছা থাকে, তাহলে একজন মানুষও আর নিখোঁজ হবে না। কিন্তু রাষ্ট্র সেই অবস্থানটি নিচ্ছে না। এই জায়গা থেকেই স্পষ্ট বোঝা যায়, যারা রাজনৈতিকভাবে দ্বিমত পোষণকারী, কোনোভাবে মতাদর্শের সঙ্গে মিলছে না, এমন লোকই গুম হয়। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, গুমও একসময় সামাজিক বৈধতা তৈরি হবে। সমাজ এই গুমকে সহজেই গ্রহণ করে নেবে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজি এনামুল হক, মানবাধিকারকর্মী ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, রাজনৈতিককর্মী ফিরোজ আহমেদ ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

আরও পড়ুন-

যারা গুম করে তারা খুবই প্রশিক্ষিত: হারুন উর রশীদ

আরএআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৫ মে, ২০২৪)
আইএফআইসি ফার্স্ট কোয়ার্টার ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
আইএফআইসি ফার্স্ট কোয়ার্টার ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা