X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

উত্তরায় ডিবি পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ২৩:২০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২৩:২১

ছিনতাই ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীর উত্তরা থেকে ৪০ লাখ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই টাকা গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য ব্যাংক থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। বুধবার (৬ ডিসেম্বর) টোকিও মুড নামের ওই কারখানার দুই প্রতিনিধি উত্তরা থেকে টাকা নিয়ে গাড়িতে করে যাওয়ার সময় এ ঘটনার শিকার হন। টোকিও মুডের ম্যানেজার রাসেল হাওলাদার এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘ডিবি পরিচয়ে ৪০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এসেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।’

টোকিও মুডের ম্যানেজার রাসেল হাওলাদার জানান, আমাদের পোশাক কারখানাটি গাজীপুরে কিন্তু অফিস উত্তরার ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) শ্রমিকদের মজুরি দেওয়ার কথা ছিল। সেজন্য আজ  উত্তরার ১ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে অবস্থিত ঢাকা ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে যান হিসাবরক্ষক সাঈদ মাহমুদ ও চালক রবি। তারা সেখান থেকে টাকা তুলে ১২ নম্বর সড়কে আসার পর ডিবি পরিচয়ে ৪-৫ জন ব্যক্তি গাড়িটি আটকায়। এসময় তাদের সঙ্গে অস্ত্র, হ্যান্ডকাফ ও ওয়াকিটকি ছিল বলে জানা গেছে।

গাড়ি আটকানোর পর, গাড়িতে অবৈধ মালপত্র আছে বলে দাবি করে ডিবি পরিচয়ধারীরা। পরে চালক রবি কথা বলার জন্য গাড়ির গ্লাস নিচে নামায়। সেসময় জোর করে দরজা খুলে গাড়ির ভেতরে ঢুকে পড়ে তারা। এরপর ড্রাইভার ও হিসাবরক্ষককে অস্ত্র ঠেকিয়ে হ্যান্ডকাফ পড়ায় ও চোখ বেঁধে ফেলে তারা। এ অবস্থাতেই গাড়িটি কুড়িল বিশ্বরোড নিয়ে যাওয়া হয়। সেখানে হিসাবরক্ষক ও ড্রাইভারকে ফেলে দিয়ে গাড়িতে থাকা ৪০ লাখ টাকা, গাড়ির চাবি ও কাগজপত্র এবং গাড়িতে থাকা দুই জনের মোবাইল ফোনও নিয়ে যায় তারা।  

টোকিও মুডের ম্যানেজার রাসেল হাওলাদার আরও বলেন, ‘হিসাবরক্ষক ও ড্রাইভারকে চোখ বেধে জিম্মি করার পর রাস্তায় মারধর করা হয়েছে। ডিবি পরিচয়ধারীদের একজনকে চেনা গেছে। ব্যাংক থেকে টাকা তোলার সময় ব্যাংকের ভিতরে ছিল সে। পরে ডিবি পরিচয়ে ছিনতাইকারীদের দলেও ছিল।’

 

/আরজে/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’