X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিটি মামলায় বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১১:৫২আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ০০:০৭





আবদুল হাই বাচ্চু বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে ৫৬ টি মামলার প্রতিটিতেই জিজ্ঞাসাবাদ করছে দুদক। গত ৪ ডিসেম্বর ও বুধবার (৬ ডিসেম্বর) দুই দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুই দিনে দশটি মামলার তদন্ত কর্মকর্তারা তার সঙ্গে কথা বলেছেন। ফলে সবগুলো মামলায় জিজ্ঞাসাবাদ করতে আরও সময় লাগবে। তবে আবার কবে তাকে দুদক কার্যালয়ে ডাকা হবে এ নিয়ে নিশ্চিত কিছু জানাননি দুদক কর্মকর্তারা।

দুদকের পরিচালক জায়েদ হোসেন খান ও সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তদন্ত কর্মকর্তারা আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছেন। ঋণ কেলেঙ্কারির ৫৬ মামলায় তাকে জিজ্ঞাসাবাদ শুরু হলেও এখন পর্যন্ত কোনও মামলায় তাকে জড়ানো হয়নি।

প্রথমদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেও বুধবার কোনও কথা বলেননি আবদুল হাই বাচ্চু। বুধবার (৬ ডিসেম্বর) সকাল ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। দুই দিন পাঁচটি করে মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের সময় তিনি কিছুটা অসুস্থ অনুভব করেন বলে জানান দুদক কর্মকর্তারা। এজন্য জিজ্ঞাসাবাদের সময় একজন চিকিৎসককেও সঙ্গে রাখা হয়। তবে গুরুতর তেমন কিছু হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, তিনি কিছুটা অসুস্থবোধ করছেন বলায় একজন চিকিৎসককে আনা হয়েছিল। তবে তেমন কিছু নয়। এছাড়া জিজ্ঞাসাবাদের সময় একজন চিকিৎসক উপস্থিত থাকলে সেটা আমাদের জন্যও নিরাপদ।

এর আগে কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে বেসিক ব্যাংকের প্রধান কার্যালয় ও এর তিনটি শাখায় প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনা ধরা পড়ে। গুলশান শাখায় এক হাজার ৩০০ কোটি টাকা, শান্তিনগর শাখায় ৩৮৭ কোটি টাকা, প্রধান কার্যালয়ে প্রায় ২৪৮ কোটি টাকা ও দিলকুশা শাখায় ১৩০ কোটি টাকা অনিয়মের মাধ্যমে ঋণ বিতরণ শনাক্ত করা হয়। এছাড়া বেসিক ব্যাংকের নিজস্ব তদন্তে আরও এক হাজার কোটি টাকার জালিয়াতি প্রকাশ পায়। এখন পর্যন্ত ব্যাংকটির প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।

এর মধ্যে দুই হাজার ৩৬ কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় ৫৬টি মামলা করেছে দুদক। এসব মামলায় ক্রমান্বয়ে সংশ্লিষ্টদের ডেকে জিজ্ঞাসা করেছে দুদক।

অভিযোগে তিনি দোষী নাকি নির্দোষ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাচ্চু বলেন, ‘এখনও তদন্ত চলছে। অভিযোগ স্টাবলিশ হয়নি। কাজেই এখনই এটি বলা মুশকিল।’ চেয়ারম্যান থাকা অবস্থায় টাকা লোপাট হওয়ার বিষয়ে জানতে চাইলে বাচ্চু বলেন, ‘তদন্ত চলছে, দেখা যাক কী হয়।’এর আগে দুদক কার্যালয়ে প্রবেশের সময় তিনি বলেন, ‘এ ঘটনায় আমি নিজেকে দোষী মনে করি না।’

আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাবাদের বিষয়ে দুদকের পরিচালক ও তদারক কর্মকর্তা সৈয়দ ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেসিক ব্যাংকের ঋণের বিষয়ে আমরা যে মামলাগুলো করেছি, সেগুলোর বিষয়ে কথা বলেছি। কারণ, ঋণগুলো যে তারা বোর্ডে অনুমোদন করেছেন,অনুমোদনের অথরিটি হিসেবে কিসের ভিত্তিতে তারা সেগুলো দিয়েছেন তা জানতে চেয়েছি। কোন বিবেচনায় তারা সেগুলো দিয়েছেন?’

তিনি আরও বলেন, ‘ঋণের নামে টাকাগুলো নেওয়া হয়েছিল। লোন অ্যাকাউন্ট থেকে এসব টাকা আবার বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। পরে সেখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। সেই টাকা কোথায় কোথায় গেছে, কোন অ্যাকাউন্টে গেছে এসব আমরা খোঁজার চেষ্টা করছি।’

 

/আরজে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা