X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে শরিফুল হত্যা মামলা: আসামির মৃত্যুদণ্ড বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ২০:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২০:৪০

 

সুপ্রিম কোর্ট গাজীপুরের জয়দেবপুর থানার কড্ডা কাঠালিয়া গ্রামের দোকানি শরিফুল ইসলামকে (২৪) হত্যার ঘটনায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি শহিদুল ইসলামের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামাল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী মোমতাজ উদ্দীন আহমদ মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসির উল্লাহ।

পরে বশির উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শরিফুল ইসলামকে তার দোকানের এক কর্মচারী ছুরি দিয়ে হত্যা করে ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে এ ঘটনায় মামলা হলে বিচারিক আদালত আসামি শহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড সাজা প্রদান করে। এরপর আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে শুনানি হয়। শুনানি শেষে মঙ্গলবার হাইকোর্টের রায়ে ওই আসামির মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখা হয়।’

এর আগে ২০১১ সালের ৪ জানুয়ারি গাজীপুরের জয়দেবপুর থানার কড্ডা কাঠালিয়া গ্রামের দোকানি শরিফুল ইসলামকে হত্যা করা হয়। ওই দোকানের কর্মচারী শহিদুল ইসলাম ছুরি দিয়ে শরিফুলকে হত্যা করে ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরদিন (৫ জানুয়ারি) নিহতের বাবা কামাল হোসেন শহিদুল ইসলামকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এরপর একই বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের দায়রা জজ আদালত আসামি শহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।

পরে মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন আসামি শহিদুল ইসলাম ও আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে।

আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে মঙ্গলবার আদালত আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। আসামি শহিদুল ইসলাম বর্তমানে কারাগারেই রয়েছে।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী